শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

হালান্ডের রেকর্ড ব্রেকিং হ্যাট্রিকে ম্যানসিটির জয়

প্রকাশিত : ০১:৩০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

হালান্ডের-রেকর্ড-ব্রেকিং-হ্যাট্রিকে-ম্যানসিটির-জয়

হালান্ডের-রেকর্ড-ব্রেকিং-হ্যাট্রিকে-ম্যানসিটির-জয়

আর্লিং হালান্ডের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ভর করে ব নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৬-০ গোলে পেয়েছে ম্যানচেস্টার সিটি। 

বরুশিয়া ডর্টমুন্ড থেকে দলবদলের শেষ সময়ে ৫০ মিলিয়ন পাউন্ডে সিটিতে যোগ দেয়ার পর থেকেই যোগ্যতার প্রমান দিতে শুরু করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড। গতকাল তার গোল উন্মাদনা প্রিমিয়ার লিগে নতুন রেকর্ডের জন্ম দিয়েছে।

৫ ম্যাচ থেকে হালান্ডের ৯ গোলের সংগ্রহ প্রিমিয়ার লিগে নতুন রেকর্ডের সুচনা করেছে। এর আগে ৮ গোল করে সর্বোচ্চ গোলের ওই রেকর্ডের মালিক ছিলেন ম্যানসিটিরই তৎকালিন তারকা সার্জিও এগুয়েরো ও মিকি কুইনান।

বুধবার ইত্তেহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হালান্ডের প্রথমার্ধের হ্যাটট্রিকে অনুপ্রাণীত হয়ে পেপ গার্দিওলার দলটি পুরো ম্যাচ জুড়ে তাদের আগ্রাসন অব্যাহত রাখে এবং মাত্র ৫ ম্যাচ থেকে ১৯ গোলে পৌঁছাতে সক্ষম হয়।

খেলা শেষে কোচ গার্দিওলা শিষ্য হালান্ড প্রসঙ্গে বলেন, আমি জানি গোল করতে পেরে সে খুবই খুশি। তবে আমি ভাবছি সে কোনটা জয় করতে চায়। রেকর্ড ঠিক আছে, কিন্তু আমি নিশ্চিত আমরা যদি জয়লাভ করতে না পারি তাহলে সে এটিকে পছন্দ করবে না। সে বিশেষ ভাবে মেধাবী। সে বক্সের ঘ্রান যেভাবে পায়, অন্য কেউ সেভাবে পায় না। এটা আর্লিং, মাঠে নেমে প্রথম সুযোগেই লক্ষ্য থাকে গোলের।         

ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় সিটিজেনরা। ফিল ফোডেনের ক্রসের বল নিয়ন্ত্রনে নিয়ে পোস্টের বেশ কাছে থেকেই গোল করেন হালান্ড। ম্যাচের ২৩ মিনিটে ফের পোস্টের বেশ কাছে থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন সাবেক ফরেস্ট তারকার ছেলে হালান্ড। ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ওই ক্লাবে খেলেছেন তার বাবা আলফি। আট মিনিট পর অসাধারণ এক হেডে তৃতীয় গোল  করে হ্যাটট্রিক পুর্ন করেন হালান্ড।

উড়ন্ত আর্লিং হালান্ড

আরেকে তারকা কেভিন ডি ব্রæইনাকে সাইডলাইনে বসিয়ে ম্যাচ শুরুর পরও চ্যাম্পিয়নরা ছিল অপ্রতিরোধ্য। বিরতি থেকে ফিরে ২০ গজ দূর থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদের মাধ্যমে ৫০ মিনিটে সিটিজেনদের ৪-০ গোলে এগিয়ে দেন হোয়াও ক্যানসেলো। এরপর ক্লাবটির হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড  জুলিয়ান আলভারেজ। রিভার প্লেট থেকে যোগ দেয়ার পর এটি ছিল প্রিমিয়ার লিগে তার প্রথম গোল। ফলে ডিসেম্বরে লিডসের বিপক্ষে ৭-০ গোলে জয়লাভের পর প্রথম বড় জয় নিশ্চিত করে পেপ গার্দিওলার শিষ্যরা।

এদিকে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে টেবিল টপার আর্সেনাল। এই জয়ে সিটির চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে মাইকেল আর্তেতার শিষ্যরা। ম্যাচের ৩০ মিনিটে গাব্রিয়েল মার্টিনেলির ক্রসের বল জালে জড়িয়ে গানারদের এগিয়ে দেন গাব্রিয়েল জেসুস। তবে ৭৪ মিনিটে গোলটি পরিশোধ করে তলানির দ্বিতীয় দলটিকে সমতায় ফিরিয়ে আনেন ডগরান লুইজ। তিন মিনিট পর বোকায়ো সাকার ক্রস থেকে মার্টিনেলি নিজেই আর্সেনালের হয়ে জয়সুচক গোলটি করেন।

খেলা শেষে গানার কোচ আর্তেতা বলেন, প্রধমার্ধে সম্ভবত আমরা সেরা খেলাটিই খেলেছি। বিরতির পর অবশ্য আমাদেরকে গোল হজম করতে হয়েছে। তবে এর পরপরই দারুন ভাবে প্রতিক্রিয়া জানিয়েছে ছেলেরা।

অ্যানফিল্ডে অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে মৌসুমের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে লিভারপুল। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের ইনজুরি টাইমে (৯৮ মি.) লিভারপুলের হয়ে জয়সুচক গোলটি করেছেন ফ্যাবিও কারভালহো। এর আগে ৩৮ তম মিনিটে গোল করে লিভারপুলের ভিতকে কাপিয়ে দেন রিয়াল সোসিয়েদাদ থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে যোগ দেয়া নিউক্যাসলের ফরোয়ার্ড আলেক্সান্দ্রের ইসাক। সেন লংস্ট্রাফের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। তবে ৬১ মিনিটে গোলটি পরিশোধ করে লিভারপুলকে সমতায় নিয়ে আসেন ফিরমিনো।