ওয়ালটন কাপ বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ শুরু ২০ সেপ্টেম্বর
প্রকাশিত : ১২:৩০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ওয়ালটন-কাপ-বডিবিল্ডিং-চ্যাম্পিয়নশিপ-শুরু-২০-সেপ্টেম্বর
এনএসসি টাওয়ারের শেখ কামাল মিলনায়তনে পুরুষদের দুটি ও মেয়েদের একটিসহ মোট তিনটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।
সিনিয়র মেনস বডিবিল্ডিং, মেনস ফিজিক ও উইমেন্স ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সিনিয়র মেনস বডিবিল্ডিং হবে তিনটি ওজন শ্রেণিতে। সেগুলো হলো- ৬০ কেজি, ৭০ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি। মেনস ফিজিক হবে ১৬৬ সে.মি, ১৭০ সে.মি ও ১৭০+ সে. মি ক্যাটাগোরিতে। আর উইমেন্স হবে উন্মুক্ত ক্যাটাগোরিতে।
প্রতিযোগিতার প্রত্যেক ক্যাটাগোরির ছয়জনকে পুরস্কৃত করা হবে। তার মধ্যে প্রতি ক্যাটাগোরির প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারকারীদের প্রাইজমানি দেওয়া হবে। সব মিলিয়ে মোট ২ লাখ ৮০ হাজার টাকার প্রাইজমানি পাবেন বিজয়ীরা।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচবাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের এ সব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ মো. নজরুল ইসলামসহ অন্যান্যরা।