শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

হংকং দলে বড়লোক বাবার কোটিপতি ছেলে 

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার

হংকং-দলে-বড়লোক-বাবার-কোটিপতি-ছেলে 

হংকং-দলে-বড়লোক-বাবার-কোটিপতি-ছেলে 

এবারের এশিয়া কাপে আজকের খেলায় ভারত মুখোমুখি হবে বাচাই থেকে উঠে আসা অপেক্ষাকৃত দুর্বল দল  হংকংয়ের। আজ হংকং তেমন কিছু করতে না পারলে বলাই যায় ভারতের সামনে ‘সুপার ফোর’নিশ্চিতের হাতছানিই দিচ্ছে। তবে হংকংও নিজেদের প্রমাণে মাঠে ছেড়ে কথা বলবে না।

এদিকে জানা গেল হংকংয়ের সহ-অধিনায়ক কিঞ্চিৎ শাহ বড়লোক বাবার কোটিপতি ছেলে। বাবা হীরা ব্যবসায়ী দেবাং শাহের কোটিপতি সন্তান তিনি। হংকং টি-২০ ক্রিকেট লিগে তার বাবার নিজস্ব দলও রয়েছে। যে দলের হয়ে ড্যারেন স্যামির মতো ক্রিকেটাররা খেলেন। তবে বাবার টাকা কিংবা ক্ষমতা দিয়ে নয়, নিজের যোগ্যতা দিয়ে হংকং জাতীয় দলে খেলছেন কিঞ্চিৎ শাহ। 

এই তরুণ ক্রিকেটার হংকং অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলে নিজের যোগ্যতা প্রমাণ করেই তারপর তাকে জাতীয় দলে জায়গা করে নিতে হয়েছে।

বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-হংকং ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। বাংলাদেশ থেকে গাজী টিভি ও নাগরিক টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। 

কিঞ্চিৎ শাহর ২০১৪ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে তার টি-২০তে অভিষেক হয়। এ পর্যন্ত হংকংয়ের হয়ে তিনি ৪৩টি টি-২০ ম্যাচ খেলে রান করেছেন ৬৩৩। তিনটি হাফ সেঞ্চুরিও রয়েছে তার। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৭৯। বল হাতে উইকেট নিয়েছেন ১১টি।

কিঞ্চিং ব্যাট করেন বাম হাতে। অফ ব্রেক বোলিং করেন ডান হাতে। পাশাপাশি উইকেটকিপিংও করতে পারেন।

হংকং প্রিমিয়ার লিগে তিনি হংকং ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন। এই দলের অধিনায়কও তিনি। ২০২১ আসরের ফাইনালে ৩৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলে দলকে শিরোপা এনে দিয়েছিলেন কিঞ্চিত।

মূলত কিঞ্চিৎ শাহ একজন ভারতীয়, তার জন্ম মুম্বাইতে। ৩ বছর বয়সে তার পরিবার ভারত ছেড়ে হংকং চলে যায়। কিঞ্চিতের বাবা দেবাং শাহ একজন বড় ব্যবসায়ী। তাদের হীরের ব্যবসা রয়েছে হংকং, মুম্বাই ও নিউ ইয়র্কে।