শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএস ওপেনের প্রথম ম্যাচে সেরেনার জুতায় ছিল ৪০০ হীরা!

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার

ইউএস-ওপেনের-প্রথম-ম্যাচে-সেরেনার-জুতায়-ছিল-৪০০-হীরা

ইউএস-ওপেনের-প্রথম-ম্যাচে-সেরেনার-জুতায়-ছিল-৪০০-হীরা

ইউএস ওপেন খেলেই টেনিস জগৎকে বিদায় জানাবেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের শেষ প্রতিযোগিতার দিকে এখন তাকিয়ে সারা বিশ্ব। আসরের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছেন সেরেনা। এ ম্যাচে খেলার পাশাপাশি তার পোশাকও দর্শকদের নজর কেড়েছে।

ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ‘নাইকি’ সেরেনাকে তার টেনিসজীবনের শেষ প্রতিযোগিতায় বিশেষ ভাবে সাজিয়ে তুলতে চেয়েছে। সেরেনার পোশাক ও জুতায় ছিল সোনা ও হীরার কারুকাজ।

নাইকি জানিয়েছে, সেরেনা যে জুতাটি পরে খেলতে নেমেছিলেন, তাতে বসানো ছিল প্রায় ৪০০টি হীরা। জুতার ফিতায় বসানো ছিল সোনার পাত।

নিজের সাজপোশাক নিয়ে এই টেনিস তারকা বরাবরই খুব সচেতন। টেনিস কোর্টের বাঁধাধরা পোশাকের ছক বার বার ভাঙতে দেখা গেছে সেরেনাকে। শেষ প্রতিযোগিতাতেও তার ব্যতিক্রম হল না।

সাদামাটা পোশাক কখনোই পছন্দ নয় সেরেনার। টেনিস কোর্টই হোক কিংবা ব্যক্তিগত জীবন, বার বারই সেরেনা ফ্রেমবন্দি হয়েছেন ছকভাঙা ফ্যাশনে। এর আগে কোনো টেনিস তারকা জামা-জুতায় হীরা বসানোর কথা ভাবতে পারেননি বোধ হয়!

এবার সেরেনা যেন হয়ে উঠলেন টেনিসের নব-প্রজন্মের কাছে এক স্টাইল আইকন। আমেরিকান সঙ্গীত কিংবদন্তি পল সাইমনের ‘ডায়মন্ড অন দ্য সোলস অব হার শ্যুজ’ গানটিকে যেন সার্থক করে তুললেন তার দেশেরই এই টেনিস তারকা।

ম্যাচের আগে টুইটারে সেরেনা একটি ভিডিও শেয়ার করে তার জুতাজোড়ার খুঁটিনাটি ভক্তদের জানান। তিনি বলেন, ‘এর আগে আমি কোনো ম্যাচেই এরকম জুতা পরিনি।’

পছন্দের কথা মাথায় রেখে এত সুন্দর জুতা বানিয়ে দেওয়ার জন্য ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন সেরেনা।