খেরসনে ইউক্রেনের ১০০ মিসাইল হামলায় হিমশিম খাচ্ছে রুশ সেনারা
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
খেরসনে-ইউক্রেনের-১০০-মিসাইল-হামলায়-হিমশিম-খাচ্ছে-রুশ-সেনারা
রাশিয়ান এই সংবাদ সংস্থাকে খেরসনে রাশিয়ার গঠিত প্রশাসনের প্রধান ভ্লাদিমির লিয়োনতিয়েভ বলেন, মঙ্গলবার সিরিজ হামলা করা হয়েছে। আমরা বলতে পারি খুব সম্ভবত একশর বেশি মিসাইল হামলা হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের সামরিক প্রশাসন জানায়, খেরসনে রাশিয়ার সামরিক স্থাপনার ওপর সফল হামলা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। এতে করে রাশিয়ার অস্ত্রের গুদাম, কন্ট্রোল সেন্টার এবং অস্ত্রের ওপর হামলা চালাচ্ছে।
তারা আরো জানায়, এসব হামলায় দিনিপ্রো নদীর ওপর অবস্থিত ব্রিজগুলো ধ্বংস হয়ে গেছে। এর মাধ্যমে ক্রিমিয়া থেকে খেরসনে অস্ত্র ও রসদ পরিবহণ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে রাশিয়ার সংবাদ সংস্থা জানায়, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনের এসব হামলা প্রতিহত করছে রুশ সেনারা।
এদিকে খেরসনে ইউক্রেনের এসব হামলার বিষয় নিয়ে খুব বেশি কথা না বলতে অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। সূত্র: বিবিসি