সিক্সটিতে রাসেলের ৬ বলে ৬ ছক্কা
প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
সিক্সটিতে-রাসেলের-৬-বলে-৬-ছক্কা
ওয়েস্ট ইন্ডিজে মাঠে গড়িয়েছে ক্রিকেটের নতুন সংস্করণ সিক্সটি। ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মতো তারকারা অংশ নিয়েছে টুর্নামেন্টটির প্রথম আসরে। আর এখানেই আন্দ্রে রাসেল গড়েছেন দারুণ এক কীর্তি।
সোমবার (২৯ আগস্ট) সে ম্যাচে গেইলদের বিপক্ষে টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন রাসেল। তার এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৬০ বলে ১৫৫ রানের বিশাল সংগ্রহ পায় রাসেলের দল।
টি-টেনের মতোই প্রতিটি ইনিংস ৬০ বলের হলেও কিছুটা ভিন্ন আইডিয়া নিয়ে জন্ম দ্য সিক্সটির। এখানে অন্যান্য ফরম্যাটের মতো প্রতি ওভার শেষে বোলার ও ব্যাটারদের প্রান্ত বদল করতে হয় না। এ কারণেই রাসেল টানা ৬ ছক্কা হাঁকালেও সবগুলো ছক্কা এক ওভারে ছিল না। এক ওভারে টানা চার বলে ছয় মারার পর বাকি দুটি পরের ওভারে মারেন তিনি।
এদিন গেইল-লুইসদের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নামে ত্রিনবাগো নাইট রাইডার্স। ব্যাটিংয়ে নামা নাইটদের প্রথম উইকেটের পতনের পর ক্রিজে আসেন ক্যারিবীয় সুপারস্টার রাসেল। এরপর ইনিংসের সপ্তম ওভারে ডমিনিক ড্রেকসের ওভারের ৩য়, ৪র্থ, ৫ম ও ষষ্ঠ বলকে উড়িয়ে সীমানাছাড়া করেন তিনি।
পরের ওভারটা করতে আসেন জোন রাস জাগেসার। তবে প্রান্ত বদলের নিয়ম না থাকায় নতুন ওভারেও স্ট্রাইকিং এন্ডে থেকে যান রাসেল। নতুন ওভারের প্রথম দুই বলে আরও দুটি ছক্কা হাঁকান তিনি। এই ম্যাচে শেষ পর্যন্ত ২৪ বলে ৭২ রান করেন রাসেল। তার ইনিংসে ছিল ৫টি চারের পাশাপাশি ৮টি ছক্কার মার।
রাসেলের আগে টানা ছয় বলে ছক্কার রেকর্ড আছে বেশ কয়েকজন ক্রিকেটারের। আন্তর্জাতিক ক্রিকেটে এই রেকর্ড আছে হার্শেল গিবস, যুবরাজ সিং, কাইরন পোলার্ড ও যশকরণ মালহোত্রার।
এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে স্যার গ্যারফিল্ড সোবার্স, রবি শাস্ত্রীরও আছে এই রেকর্ড।