শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আফগানিস্তানের বিপক্ষে যে একাদশে নামলো বাংলাদেশ

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার

আফগানিস্তানের-বিপক্ষে-যে-একাদশে-নামলো-বাংলাদেশ

আফগানিস্তানের-বিপক্ষে-যে-একাদশে-নামলো-বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি শুরু হবে। যেখানে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। 

এ ম্যাচে সম্ভাব্য সেরা একাদশ নিয়েই নামছে বাংলাদেশ। ইনিংস উদ্বোধনে নামবেন নাঈম ও বিজয়। তিনে সাকিব। এরপর ব্যাট হাতে নামবেন মুশফিক, আফিফ ও রিয়াদ। 

শেষদিকে দ্রুত রান তোলার দায়িত্ব থাকবে মোসাদ্দেক, মাহেদি ও সাইফউদ্দিনের কাঁধে। মুস্তাফিজুরের সঙ্গে পেস বোলার হিসেবে আছেন তাসকিন আহমেদ। 

এরইমধ্যে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে আফগানিস্তান। জয়ের ব্যবধানের চেয়ে বড় বিষয় ছিল শ্রীলংকার বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেছে খেলেছে আফগানরা।

লংকানদের বিপক্ষে আফগানদের এমন জয় বাংলাদেশের জন্য বিশেষ এক সতর্কবার্তা। কিন্তু আফগানিস্তানের এমন জয়ে মোটেও বিচলিত নয় বাংলাদেশ শিবির। সাকিব আল হাসানের অধিনায়কত্বে দল হিসেবে পারফর্ম করে নিজেদের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর এখন টাইগাররা।

এ ম্যাচ দিয়ে বাংলাদেশের টি-২০ অধিনায়ক হিসেবে তৃতীয় মেয়াদে নিজের শুরু করবেন সাকিব। এছাড়া বাংলাদেশের তৃতীয় টি-২০ ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলতে নামবেন তিনি। তার আগে দেশের হয়ে শততম ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

বাংলাদেশ দল:
নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদি, মোহাম্মদ সাইফুউদ্দিন, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

আফগানিস্তান দল: 
হযরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আসমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন উল হক ও রশিদ খান।