সিডন্সের বিশ্বাস, আজ উপভোগ্য ম্যাচ হবে
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
সিডন্সের-বিশ্বাস-আজ-উপভোগ্য-ম্যাচ-হবে
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এমন কথা বলেন সিডন্স।
সাম্প্রতিক কালে টি-২০তে মোটেও ভালো করছে না বাংলাদেশ। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতেছে টাইগাররা। এর মধ্যে জিম্বাবুয়ের কাছে প্রথমবারের মত দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ হার ছিলো। এশিয়া কাপ দিয়ে ঘুড়ে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তৃতীয়বারের মত অধিনায়ক হওয়া সাকিব আল হাসানের নেতৃত্বে ভালো করতে উদগ্রীব টাইগাররা।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে গত কিছুদিন দুবাইয়ের মাঠে প্রস্তুতিতে ঘাম ঝড়িয়েছে বাংলাদেশ। তাই আফগানদের বিপক্ষে খেলতে দল পুরোপুরিভাবে প্রস্তুত, বলেছেন সিডন্স।
শারজাহতে টিম হোটেলে জিম করার সময় করা একটি ভিডিওতে সিডন্স বলেন, ‘আমি এখন জিমে। প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে কথা বলছি। আমাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘দলের মধ্যে আবহ ভালো, সবাই ফিট আছে। মাঠে নামতে প্রস্তুত আমরা। এখনই একাদশ নয়, সম্ভবত টসের পরই তা জানা যাবে। আশা করছি দারুণ একটি ম্যাচ হবে আজ। আশা করি আপনারা টিভিতে দেখতে পাবেন।’
এশিয়া কাপে তিনবার ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ দুই আসরের ফাইনালিস্ট ছিলো টাইগাররা। দু’বারই ভারতের কাছে হারতে হয় লাল সবুজদের। আর ২০১২ সালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে ফাইনাল হেরেছিলো বাংলাদেশ।
এরই মধ্যে শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে আফগানিস্তান। তাই আত্মবিশ্বাসী হয়েই টাইগারদের মুখোমুখি হবে আফগানরা।