শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্পেনে অবামেয়াংয়ের বাসায় সশস্ত্র ডাকাতি

প্রকাশিত : ১১:৩০ এএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার

স্পেনে-অবামেয়াংয়ের-বাসায়-সশস্ত্র-ডাকাতি

স্পেনে-অবামেয়াংয়ের-বাসায়-সশস্ত্র-ডাকাতি

বার্সেলোনার কাছে কাস্তেলডিফেলসে কাতালান স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের বাসায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। অবামেয়াং ও তার স্ত্রী এসময় বাসায় ছিলেন। তাদের দুজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান অলংকার ও অর্থ লুট করে নিয়ে যায় ডাকাত দল।

সোমবার পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়ে অবামেয়াংয়ের স্ত্রী আলিশা বেহাগি জানান, লোহার রড দিয়ে ভয় দেখানো ডাকাতেরা তার স্বামীকে মেরেছেও । পিছনের বাগান দিয়ে ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। ডাকাতদলে অন্তত চারজন ছিলেন বলে অবামেয়াং দাবী করেছেন।

যদিও বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে অবামেয়াং ও তার স্ত্রী সুস্থ আছেন। কিন্তু মানসিক ভাবে বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইস কাতালুনিয়া পুলিশের বরাত দিয়ে জানায়, কাপড় দিয়ে মুখ ঢেকে আসা ডাকাত দলটির মধ্যে ঘরে ঢুকেছিলেন ৪ জন। তারা বাড়ির বাগানের অংশের দেয়াল টপকে ভেতরে ঢোকেন। ডাকাতি শেষে একটি সাদা রঙের অডি গাড়িতে করে পালিয়ে যেতে দেখেছেন বলে জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী। 

অবামেয়াংয়ের স্ত্রীর অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে পুলিশের মুখপাত্র তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

স্পেনের কাতালুনিয়া প্রদেশে বার্সার ফুটবলারদের চুরি ডাকাতির কবলে পড়ার ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। কিছুদিন আগে অনুশীলন মাঠে সমর্থকদের অটোগ্রাফ দেবার সময় বার্সা স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কির ঘড়ি চুরি হয়ে যায়। 

এর আগে গত বছর আনসু ফাতি ক্যাম্প ন্যুতে থাকা অবস্থায় তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় চোরেরা। ২০১৮ সালে জর্ডি  আলবার বাড়িতেও হানা দেয় ডাকাত দল। সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনাল্ডোর বাড়িতে ঢুকে তিন মিলিয়ন ইউরো চুরির দায়ে এ বছর জুনে পুলিশ ছয়জনকে আটক করেছে। পিএসজির খেলোয়াড় মার্কো ভেরাত্তি ঐ সময় ইবিজায় রোনাল্ডোর বাড়িতে থাকতেন। কিন্তু চুরির ঘটনার সময় ভেরাত্তি বাসায় ছিলেন না। এই সুযোগে মূল্যবান অলংকার ও বিপুল পরিমান অর্থ নিয়ে পালিয়ে যায় চোরের দল।

৩৩ বছর বয়সী অবামেয়াং ফ্রি ট্রান্সফারে আর্সেনাল থেকে বার্সেলোনায় আসেন এ বছরের ফেব্রুয়ারিতে। আর্সেনালের কোচ মিকেল আর্তেতার সঙ্গে বিরোধের পর এমিরেটসের ক্লাবটি ছাড়লেও আবারও প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। ক্লাব পর্যায়ে ৩০০’র বেশি গোল করা গ্যাবনিজ এই স্ট্রাইকারকে নিয়ে আগ্রহ দেখিয়েছে চেলসি। আর চেলসিতে ফেরার গুঞ্জন থেকেই এই ডাকাতির ঘটনা কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।