শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ ফুটবল এখন অনেক পেশাদার

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার

বাংলাদেশ-ফুটবল-এখন-অনেক-পেশাদার

বাংলাদেশ-ফুটবল-এখন-অনেক-পেশাদার

লিগ শেষ হলে আগে জাতীয় দলের ফুটবলাররা নিজেদের ফিটনেসের দিকে তেমন একটা গুরুত্ব দিতেন না। কিন্ত বর্তমানে সময় বদলেছে। প্রায় সব ফুটবলাররা নিজেদের প্রস্তুত রাখার জন্য খেলা না থাকলেও নিজেদের ফিট রাখেন।      

এ নিয়ে সোমবার গণমাধ্যমে জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো বলেন বর্তমানে বাংলাদেশ ফুটবল পেশাদার। তাই সবাই নিজেদের ফিটনেসের প্রতি সচেতন।  

ফিটনেস নিয়ে  জিকো বলেন, ‘আমরা সবাই চেষ্টা করেছি ফিটনেস ঠিক রাখতে। কারণ আমরা জানতাম সামনে জাতীয় দলের ম্যাচ রয়েছে’।

আগে ফুটবলাররা নিজেদের ফিট রাখতেন না। সেই মানসিকতা এখন পরিবর্তন হয়েছে বললেন জিকো, ‘আগে লিগ শেষে আমরা ঘোরাঘুরি করতাম। ফিটনেসে তেমন খেয়াল রাখতাম না। এখন ছুটির মধ্যেও ট্রেডমিল, রানিং করে নিজেদের ফিট থাকার চেষ্টা করি।’ 

স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে গতকাল চলেছে দ্বিতীয় দিনের মতো অনুশীলন। প্রথম দুই দিনই কোচ ফিটনেসের উপর কাজ করেছেন বলে জানালেন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, ‘আমরা অনেক দিন খেলার বাইরে ছিলাম। তাই কোচ ফিটনেস নিয়ে কাজ শুরু করেছে।’ 

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২২ ও ২৭ সেপ্টেম্বর কম্বোডিয়া এবং নেপালের বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে। সেই দুই ম্যাচে জেতার আশা ব্যক্ত করেছেন তারা।