নিজেদের মাঠে আফগানিস্তান ভয়ংকর দল: শ্রীরাম
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
নিজেদের-মাঠে-আফগানিস্তান-ভয়ংকর-দল-শ্রীরাম
এরইমধ্যে শুরু হয়ে গেছে এশিয়া কাপের জমজমাট আসর। তাও টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এবারে বসেছে ৪-৬ এর ধামাকা আসর। মঙ্গলবার ৩০ আগস্ট প্রথম খেলায় মাঠে নামছে টাইগার বাহিনী, প্রতিপক্ষ আফগানিস্তান।
মঙ্গলবার ম্যাচে নামার আগে আফগানদের ভয়ঙ্কর দল হিসেবে আখ্যা দিয়েছেন টেকনিক্যাল কোচ শ্রীধরন শ্রীরাম। সোমবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে আসেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রীরাম। সেখানেই তিনি এমন কথা বলেন।
উদ্বোধনী দিনে দুর্দান্ত জয়ে শ্রীলংকাকে উড়িয়ে এশিয়া কাপে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান। সেই আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের মিশন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এরই মধ্যে নিজেদের প্রস্তুত করে নিয়েছে বাংলাদেশ দল। এ নিয়ে শ্রীরাম বলেন, ‘আফগানিস্তান ভয়ংকর দল। তারা শুধু রশিদ খানের উপর নির্ভরশীল নয়। আমরা সবাই জানি রশিদ খান বিশ্বের একজন বিখ্যাত টি-২০ বোলার। এটা অস্বীকার করার কিছু নেই। তবে শুধু রশিদ খান, মোহাম্মদ নবী ও ফজল হক ফারুকি বিষয় না, আমরা পুরো দলের বিপক্ষেই খেলার জন্য প্রস্তুত হচ্ছি।’
আফগানদের বিপক্ষে ম্যাচটি শারজাহতে হলেও বাংলাদেশ শেষবারের মতো অনুশীলন করছে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে। স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শুরু হয় অনুশীলন।
রশিদ-নবীদের বিপক্ষে এর আগের মুখোমুখি লড়াইয়েও পিছিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৫ বার খেলে হেরেছে ২ বার।
বড় কোনো টুর্নামেন্টে অবশ্য এই প্রথমবার মুখোমুখি হচ্ছে দল দুটি। শারজায় ৩০ আগস্ট বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবেন সাকিব-আফিফরা।
পরিসংখ্যান কিংবা এশিয়া কাপে আফগানদের উড়ন্ত সূচনা এগিয়ে রাখছে। জিততে হলে বাংলাদেশকে খেলতে হবে সেরাটা দিয়েই।