মডেস্টের গোলে ডর্টমুন্ডের জয়
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
মডেস্টের-গোলে-ডর্টমুন্ডের-জয়
ম্যাচের ৩২তম মিনিটে সালিহ ওজকানের ক্রসের বল দর্শনীয় হেডে জালে জড়ান মডেস্ট। গত গ্রীষ্মে কোলন থেকে ডর্টুমুন্ডে যোগ দিয়েছিলেন ওজকান। তার প্রথমার্ধের ওই গোলটির মাধ্যমে ম্যাচে চালকের আসনে চলে যায় কোচ এডিন টেরজিকের শিষ্যরা।
বৈচিত্রম্যয় উদযাপনের কারণে পরিচিত মডেস্ট গোল করার পর তার চিরচারিত নাচের মাধ্যমে দৌঁড়ে কোচের কাছে চলে যান এবং আবেগের বসে তাকে জড়িয়ে ধরেন। খেলা শেষে এই জয়ের জন্য কোচের প্রশংসা করেন মডেস্ট।
তিনি বলেন, প্রথম গোলটি করতে পেরে আমি ধন্য। সময় লাগলেও গোলটি সত্যিকারার্থেই বেশ গুরুত্বপুর্ণ। ডর্টমুন্ডে আসার পর আমি যাই করেছি, তাতে সব সময় পাশে ছিলেন কোচ।
গত শনিবার ৮৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ওয়ার্ডার ব্রেমেনের কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে দারুন সমালোচনার মুখে পড়েছিল ডর্টমুন্ড। গতকালের ম্যাচেও স্নায়ু চাপে পড়া দলটি শেষ পর্যন্ত জয়ের মাধ্যমে চাপমুক্ত হয় এবং মৌসুমের শুরুতে তিনটি জয় নিশ্চিত করে। এটি ছিল হার্থার বিপক্ষে ১১ ম্যাচে মডেস্টের অস্টম গোল। এই মৌসমে নিজেদের প্রতিযোগিতামুলক ম্যাচে মোট ১০টি গোল পেয়েছে ডর্টমুন্ড। মজার বিষয় হচ্ছে প্রতিটি গোল করেছেন ক্লাবটির আলাদা আলাদা খেলোয়াড়।