আকাশে তুরস্কের যুদ্ধবিমানকে বাধা দিল গ্রিস
প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
আকাশে-তুরস্কের-যুদ্ধবিমানকে-বাধা-দিল-গ্রিস
সংবাদমাধ্যমটির একটি প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী ও ন্যাটোর সদস্য গ্রিস নিজেদের মিসাইল সিস্টেট দিয়ে পশ্চিম মধ্যভূসাগরীয় ও এজিয়া সাগরে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। গত বৃহস্পতিবার গ্রিট দ্বীপে থাকা গ্রাসের এস-৩০০ মিসাইল সিস্টেমের রাডার তুরস্কের যুদ্ধবিমানকে বাধা প্রদান করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, গ্রিসের পশ্চিমের রোহডেস দ্বীপ থেকে তিন হাজার মিটার ওপরে ছিল তুরস্কের এফ-১৬এস যুদ্ধ বিমান। তখনই রাশিয়ার তৈরি এস-৩০০ লক্ষ্যবস্তু নির্ধারণের রাডার দিয়ে বিভ্রান্ত করা হয়। যদিও বৈরি অবস্থায় তুরস্কের বিমান নিরাপদে ঘাঁটিতে পৌঁছেছে।
রাডার লককে ন্যাটোর নিয়ম লঙ্ঘন হিসেবে দেখছে তুরস্ক। তবে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বিষয়টি অস্বীকার করে জানায়, তারা তুরস্কের যুদ্ধবিমানকে কখনোই রাডার লক করেনি।