শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাগদানের ফটোশ্যুটে বজ্রপাত, হবু স্ত্রীর পাশেই মৃত্যু যুবকের

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার

বাগদানের-ফটোশ্যুটে-বজ্রপাত-হবু-স্ত্রীর-পাশেই-মৃত্যু-যুবকের

বাগদানের-ফটোশ্যুটে-বজ্রপাত-হবু-স্ত্রীর-পাশেই-মৃত্যু-যুবকের

মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই। আনন্দ বা দুঃখে থাকা মানুষ যেকোনো সময় পাড়ি দেন মৃত্যুর জগতে। তেমনি বিয়ের বাগদানের ফটোশ্যুটের সময় বজ্রপাতে হবু স্ত্রীর পাশেই মারা গেলেন ঘর বাধার স্বপ্ন দেখা এক যুবক। গত বুধবার চীনের ইউনান প্রদেশে এ ঘটনা ঘটে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, বিয়ের বাগদান অনুষ্ঠান উপলক্ষ্যে বিখ্যাত পর্যটন কেন্দ্র জেড ড্রাগন স্নো মাউন্টেনের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ফটোশ্যুটের জন্য যান হবু বর ও কনে। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে একের পর এক ছবি তুলছিলেন দুজন। তখনই হঠাৎ বজ্রাঘাত হয়। সেই বজ্রাঘাতে মারা যান হবু বর। 

ডেইলি মেইল জানায়, মৃত যুবকের নাম রুয়ান। যে এলাকায় তারা ফটোশ্যুট করছিলেন সেখানে আবহাওয়া নিয়ে সতর্কতা জারি ছিল। ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানায় আবহাওয়া অফিস। সব জেনেশুনে বিয়ের আগের ফটোশ্যুটের পরিকল্পনা বাতিল করেননি ঐ যুগল।