ছিটকে গেলেন ডুসেন
প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
ছিটকে-গেলেন-ডুসেন
গতরাতে শেষ হওয়া ম্যানচেষ্টার টেস্টের প্রথম দিন ফিল্ডিংকালে বাম তর্জনীতে আঘাত পান ডুসেন। ম্যাচ শেষে ডুসেনের ইনজুরি নিয়ে এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানায়, ‘বাম তর্জনী ভেঙ্গে গেছে ডুসেনের। তাই পরের টেস্টে খেলতে পারবেন না ডুসেন। একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে দক্ষিণ আফ্রিকায় ফিরে চিকিৎসা নিবেন তিনি’।
ডুসেনের পরিবর্তে সিরিজ নির্ধারণী টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার উইয়ান মুল্ডার। এ বছরের এপ্রিলে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা মুল্ডার ক্যারিয়ারে এ পর্যন্ত ১০ টেস্টে ২৫৫ রান ও ১৮ উইকেট শিকার করেছেন।
ম্যানচেষ্টারে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৬ রান করেন ডুসেন। প্রথম দিনই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এরপর ইংল্যান্ড ইনিংসে ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যাথা পান ডুসেন। পরের মাঠের বাইরেও চলে যান তিনি। দ্বিতীয় ইনিংসে আঙুলে ব্যাথা নিয়ে ব্যাট করে ৪১ রান করেন ডুসেন।
ম্যাচটি টেস্টটি ইনিংস ও ৮৫ রানে হারে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ১২ রানে জিতেছিলো প্রোটিয়ারা। ফলে সিরিজে এখন ১-১ সমতা রয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর ওভালে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।