কানাডার উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়াকে প্রকাশ্যে হয়রানি
প্রকাশিত : ১১:৫০ এএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
কানাডার-উপ-প্রধানমন্ত্রী-ক্রিস্টিয়াকে-প্রকাশ্যে-হয়রানি
তিনি বলেন, আপনাদের বাকস্বাধীনতা শক্তিশালী হওয়ার কারণে মানুষের ব্যক্তিগত জীবন ও দায়িত্বশীল পদ নিয়ে কথা বলতে পারছেন। কিন্তু বিশেষ করে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, কমিউনিটি গ্রুপকে টার্গেট করা হচ্ছে। আমরা এর নেতিবাচক প্রতিক্রিয়া দেখছি।
জাস্টিন ট্রুডো বলেন, আমরা আমাদেরকে জিজ্ঞেস করা উচিত কানাডা কেমন, আমরা কেমন কানাডা চাই।
কানাডার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার একটি ভিডিও প্রকাশ হয়েছে শুক্রবার। ঐ ভিডিওতে দেখা যায়, উপ-প্রধানমন্ত্রী আলবার্টা প্রদেশের গ্রেন্ড প্রেআইরির একটি সিটি হলের লিফটে উঠছিলেন। তখনই এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে চিৎকার দেন।
ফ্রিল্যান্ড যখন লিফটে উঠছিলেন তখন ঐ লোক বলতে থাকেন, আলবার্টায় তুই কি করছিস? তুই একটা বিশ্বাসঘাতক ও ফা.. বি.. (আপত্তিকর শব্দ)।
কানাডার উপ-প্রধানমন্ত্রী ফ্রিল্যান্ড আলবার্টায়ই জন্মগ্রহণ করেছিলেন। তিনি আলবার্টা প্রদেশের কর্মকর্তা, ব্যবসায়ী ও কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
ফ্রিল্যান্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে টুইটারে জানান, গতকাল (শুক্রবার) যা ঘটেছিল তা মারাত্মক ভুল। এখন কাউকে কোথাও হুমকি-ধামকি সহ্য করতে হবে না।
কানাডার বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের রাজনীতিবিদরা উপ-প্রধানমন্ত্রীকে মৌখিকভাবে হামলার নিন্দা প্রকাশ করেছেন।
উপ-প্রধানমন্ত্রীকে মৌখিকভাবে হয়রানির ঘটনাটি কানাডায় নারী, কর্মী ও সাংবাদিকদের লক্ষ্য করে ধারাবাহিক মৌখিক হামলার সর্বশেষ ঘটনা।
কানাডায় কয়েক সপ্তাহ ধরে একদল সাংবাদিক তাদের কাছে আসা ব্যক্তিগত ও অজ্ঞাত ইমেইল সম্পর্কে সবাইকে জানাচ্ছেন। সেসব ইমেইলে নারী বিদ্বেষমূলক ভাষা, বর্ণবাদী আচরণ, যৌন হয়রানি এবং সহিংসতার হুমকি দেওয়া হয়েছে।