সংকটের শঙ্কায় জ্বালানিতে রফতানি বিমুখ হচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার
সংকটের-শঙ্কায়-জ্বালানিতে-রফতানি-বিমুখ-হচ্ছে-যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তেল পরিশোধকদের প্রতি এ অনুরোধ জানান তিনি। পরিশোধন কারখানার মালিকরা কথা অনুযায়ী না চললে বাইডেন প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানান গ্রানহোম।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ অপরিশোধিত তেলের উৎপাদন বেড়ে যাওয়া ও বৈশ্বিক জ্বালানির চাহিদা পুনরুদ্ধার অব্যাহত থাকায়এ মাসে তেল পণ্য রফতানি বাড়িয়েছে মার্কিন শোধনকারীরা।
রয়টার্স বলছে, গত ১৮ আগস্ট ভ্যালেরো, এক্সনমবিল এবং শেভরন-সহ সাতটি পরিশোধক কোম্পানির কাছে একটি চিঠি পাঠান মার্কিন জ্বালানি মন্ত্রী। এতে যুক্তরাষ্ট্র হারিকেনের মৌসুমে প্রবেশ করেছে জানিয়ে তাদের জ্বালানি সরবরাহ তৈরি করতে অনুরোধ করা হয়।
মার্কিন জ্বালানি মন্ত্রীর পাঠানো চিঠির একটি কপি দেখেছে রয়টার্স। সেখানে জেনিফার গ্রানহোম বলেন, মার্কিন পরিশোধিত পণ্য রফতানি ঐতিহাসিক স্তরে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমি বর্তমান মজুদ বিক্রি এবং রফতানি বাড়ানোর পরিবর্তে যুক্তরাষ্ট্রে ইনভেন্টরি তৈরির দিকে মনোনিবেশ করতে আপনাদের আবার অনুরোধ করছি।
আটলান্টিকে হারিকেন মৌসুমে বিষয়ে একটি গড় পূর্বাভাস প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আবহাওয়া বিভাগের কর্মীরা। পূর্বাভাস অনুযায়ী মার্কিন শোধনাগারগুলোর জন্য একটি বিপজ্জনক সময় হতে পারে। এছাড়া আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে পেট্রোলের উচ্চমূল্য এখনো বাইডেনের দলীয় ডেমোক্র্যাটদের জন্য হুমকি হিসেবে বিবেচিত। মূলত ঐ নির্বাচনের মাধ্যমে মার্কিন কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখার প্রত্যাশা করছে ডেমোক্র্যাটরা।