শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে কারণে হাতে কালো ব্যাজ পরে নামছেন পাকিস্তানি ক্রিকেটাররা

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার

যে-কারণে-হাতে-কালো-ব্যাজ-পরে-নামছেন-পাকিস্তানি-ক্রিকেটাররা

যে-কারণে-হাতে-কালো-ব্যাজ-পরে-নামছেন-পাকিস্তানি-ক্রিকেটাররা

এশিয়া কাপের চলতি আসরের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এ বছর দুই দলের এটাই প্রথম সাক্ষাৎ। প্রায় একবছর পর মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারতের বিপক্ষে এই ম্যাচে হাতে কালো ব্যাজ পরে মাঠে নামবে পাকিস্তান ক্রিকেট দল।

এই হাইভোল্টেজ ম্যাচটা সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের উদ্দেশ্যে খেলবে পাকিস্তান। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করবে তারা। ম্যাচের আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এ কথা জানিয়েছেন। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আজ এশিয়া কাপে ভারতীয় দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচে কালো ব্যাজ বেঁধে খেলবে পাকিস্তান। পাকিস্তানে বন্যা দুর্গতদের সহায়তার জন্য এটি করা হবে।

বাবর আজম বলেছেন, এটা আমাদের দেশের জন্য কঠিন সময়। আমরা সকল বন্যার্তদের জন্য প্রার্থনা করছি।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং সিন্ধু প্রদেশের বেশিরভাগ এলাকায় ভয়াবহ বন্যা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের তিন কোটিরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।