শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, পর্যবেক্ষণে চীন

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার

তাইওয়ান-প্রণালীতে-মার্কিন-যুদ্ধজাহাজ-পর্যবেক্ষণে-চীন

তাইওয়ান-প্রণালীতে-মার্কিন-যুদ্ধজাহাজ-পর্যবেক্ষণে-চীন

তাইওয়ান প্রণালীতে দুটি যুদ্ধজাহাজ নিয়ে মার্কিন নৌবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণ করার ঘোষণা দিয়েছে চীন। রোববার দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। -খবর রয়টার্সের।

চীনা সামরিক বাহিনী বলছে, তাইওয়ান প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর তৎপরতা পর্যবেক্ষণ করা হচ্ছে।  বেইজিং যেকোনো উসকানি দমাতে প্রস্তুত রয়েছে।

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রোববা তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক পানিসীমা দিয়ে যাত্রা করে দুটি মার্কিন যুদ্ধজাহাজ। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর প্রথমবার অঞ্চলটিতে যুদ্ধজাহাজ পাঠানোর কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্রের সামিরক বাহিনী।

যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের এক বিবৃতিতে বলা হয়, রুটিন অনুযায়ী আন্তর্জাতিক আইন মেনে তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক পানিসীমায় প্রবেশ করেছে ক্ষেপণাস্ত্র ক্রুজার ইউএসএস অ্যান্টিটাম ও ইউএসএস চ্যান্সেলরসভিল।