ম্যারাডোনার মতোই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাবেন মেসি
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার
ম্যারাডোনার-মতোই-আর্জেন্টিনাকে-বিশ্বকাপ-জেতাবেন-মেসি
সর্বশেষ ১৯৮৬ সালে যেবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল সেবার দেশটির প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা একক নৈপুণ্যে আকাশী নীলদের বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন।
ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের পর আর আর্জেন্টিনা বিশ্বকাপের আসরে ট্রফি জয়ের স্বাদ পায়নি। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপ জেতার কাছে গিয়েছিল, কিন্তু ফাইনালে হেরেছিল জার্মানদের কাছে।
এবার আরো একবার মেসির নেতৃত্বে বিশ্বকাপে যাবে আর্জেন্টিনা। তবে অন্যান্য সময়ের তুলনায় এবার আর্জেন্টিনা অনেক বেশি শক্তিশালী। এমনকি ২০১৪ সালের আর্জেন্টিনার চেয়েও এবার আর্জেন্টিনাকে বেশি শক্তিশালী মনে হচ্ছে।
এই আর্জেন্টিনাকে মেসি শিরোপা জেতাতে পারবে এমনটা বিশ্বাস রয়েছে সাবেক জার্মান তারকা ফুটবলার লোথার ম্যাথিউসের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ম্যারাডোনার ভক্ত ছিলাম, এখন আমি মেসিরও ভক্ত।
এরপর তিনি বলেন, বিশেষ করে সে বার্সাতে যা করেছে তার জন্য আমি তার ভক্ত। হয়তো পিএসজিতে তার শুরুটা তেমন হয়নি। তবে এবার হয়তো সে আর্জেন্টিনাকে ম্যারাডোনার মতো বিশ্বকাপও জেতাতে পারবে।