শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বোচ্চ উইকেট শিকারী পেস বোলার অ্যান্ডারসন

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার

সর্বোচ্চ-উইকেট-শিকারী-পেস-বোলার-অ্যান্ডারসন

সর্বোচ্চ-উইকেট-শিকারী-পেস-বোলার-অ্যান্ডারসন

আন্তর্জাতিক ক্রিকেটে পেস বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। এত দিন এ তালিকার শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রা। এবার অস্ট্রেলিয়ার কিংবদন্তিকে সরিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের মালিক হলেন ইংলিশ ফাস্ট বোলার অ্যান্ডারসন।

শনিবার রাতে ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ৬২ রানে ৬ উইকেট নেন অ্যান্ডারসন। এর মাধ্যমে তিন ফরম্যাট মিলিয়ে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে পেসারদের মধ্যে ৩৮৭ ম্যাচে ৯৫১ উইকেটের মালিক এখন অ্যান্ডারসন। এতদিন সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে ম্যাকগ্রার শিকার ছিল ৩৭৬ ম্যাচে ৯৪৯ উইকেট। অ্যান্ডারসন শীর্ষে ওঠায় দ্বিতীয় স্থানে নেমে গেলেন ম্যাকগ্রা।

এখন ৪০ বছর বয়সী অ্যান্ডারসনের ১৭৪ টেস্টে ৬৬৪, ১৯৪ ওয়ানডেতে ২৬৯ ও ১৯টি টি-২০তে ১৮ উইকেট রয়েছে। ১২৪ টেস্টে ৫৬৩, ২৫০ ওয়ানডেতে ৩৮১ ও ২টি টি-২০তে ৫ উইকেট নিয়েছেন ম্যাকগ্রা।

তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরনের দখলে। ৪৯৫ ম্যাচে ১৩৪৭ উইকেট আছে মুরালির।

দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছেন যথাক্রমে- প্রয়াত শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে। ৩৩৯ ম্যাচে ওয়ার্নের শিকার ছিলো ১০০১ উইকেট। ৪০৩ ম্যাচে ৯৫৬ উইকেট আছে কুম্বলের।

আর ৬ উইকেট শিকার করলেই কুম্বলেকে টপকে শীর্ষ তিন-এ জায়গা করে নিবেন অ্যান্ডারসন।

অ্যান্ডারসনের রেকর্ড গড়া ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনে ইংল্যান্ড।