শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেন ছেড়ে আসা লোকদের আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশ দিলেন পুতিন

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার

ইউক্রেন-ছেড়ে-আসা-লোকদের-আর্থিক-সুবিধা-দেওয়ার-নির্দেশ-দিলেন-পুতিন

ইউক্রেন-ছেড়ে-আসা-লোকদের-আর্থিক-সুবিধা-দেওয়ার-নির্দেশ-দিলেন-পুতিন

‘বিশেষ সামরিক অভিযান’ চলাকালে ইউক্রেন ছেড়ে রাশিয়ায় চলে আসা মানুষদের আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি। এর মাধ্যমে পেনশনভোগী, গর্ভবতী নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের যারা ইউক্রেনীয় ভূখণ্ড ছেড়ে রাশিয়ায় চলে এসেছেন তারা এখন থেকে আর্থিক সুবিধা পাবে।

রাশিয়ার সরকারি একটি পোর্টালে প্রকাশিত এ ডিক্রিতে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের ভূখণ্ড ত্যাগ করতে বাধ্য হওয়া লোকদের জন্য ১০ হাজার রুবল (১৭০ মার্কিন ডলার) মাসিক পেনশন দেওয়ার কথা বলা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিরাও একইভাবে এই মাসিক সহায়তা পাবেন। এছাড়া গর্ভবতী নারীরাও এককালীন আর্থিক সুবিধার জন্য যোগ্য হবেন।

ডিক্রিতে বলা হয়েছে, ইউক্রেনের নাগরিক এবং স্ব-ঘোষিত দোনেতস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিকের বাসিন্দাদের এই অর্থ দেওয়া হবে। পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এই দুটি অঞ্চলকে রাশিয়া আগেই স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ ঘটনায় ইউক্রেন ও পশ্চিমা বহু দেশের নিন্দাকে পাত্তা দেয়নি রাশিয়া। 

আরো পড়ুন>> ভাইস প্রেসিডেন্টকে রক্ষায় আর্জেন্টিনার রাস্তায় হাজারো মানুষের বিক্ষোভ

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দোনেতস্ক এবং লুহানস্ক থেকে রাশিয়ায় আসা প্রত্যেক ব্যক্তিকে ১০ হাজার রুবল করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। এছাড়া সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের দখলে নেওয়া ভূখণ্ডগুলোতে বসবাসরত ইউক্রেনীয়দের পাসপোর্টও দিয়ে আসছে রাশিয়া।

মস্কো বলছে, রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত এবং রুশ-ভাষী ইউক্রেনীয়দের রক্ষার জন্য ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে তাদের সেনাবাহিনী। রাশিয়ার দাবি, রুশ-ভাষী এসব মানুষ ইউক্রেনীয় কর্তৃপক্ষের নির্যাতনের শিকার। যদিও রাশিয়ার এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কিয়েভ।

সূত্র: রয়টার্স