শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরায়েলি সেনাদের গুলি, আহত অনেক

প্রকাশিত : ১১:৫০ এএম, ২৮ আগস্ট ২০২২ রোববার

ফিলিস্তিনিদের-বিক্ষোভ-মিছিলে-ইসরায়েলি-সেনাদের-গুলি-আহত-অনেক

ফিলিস্তিনিদের-বিক্ষোভ-মিছিলে-ইসরায়েলি-সেনাদের-গুলি-আহত-অনেক

জর্দান নদীর পশ্চিম তীরের বিভিন্ন শহরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছিল সাধারণ বেসামরিক ফিলিস্তিনিরা। কিন্তু সেই বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিতে তাতে গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শুক্রবার (২৬ আগস্ট) পশ্চিম তীরের নাবলুস ও কালকিলিয়া শহর এবং এর আশপাশের কয়েকটি ছোট শহর ও গ্রামে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।

কুফার কাদ্দুম শহরে ইসরায়েলবিরোধী বিক্ষোভের সময় ইহুদিবাদী সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে অসংখ্য রাবার বুলেট ছোড়ে। এতে ফিলিস্তিন টিভির সাংবাদিক আনাল আল-জাদাসহ কয়েকজন ফিলিস্তিনি আহত হন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আরও কয়েকটি স্থানে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা।

পশ্চিমতীরের নাবলুস শহরের পূর্বে অবস্থিত বেইত দাজান গ্রামের বিক্ষোভে নিক্ষিপ্ত টিয়ারগ্যাসে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

আরো পড়ুন>> রাশিয়া থেকে এখনো কয়েকশ কোটি ডলারের পণ্য আমদানি করছে যুক্তরাষ্ট্র

নাবলুসের অ্যাম্বুলেন্স সার্ভিস বিভাগের পরিচালক আহমাদ জিব্রিল বলেছেন, টিয়ারশেলের কারণে অন্তত ১৮ ফিলিস্তিনি অসুস্থ হয়ে পড়েন।

কুফার কাদ্দুম শহর ও এর আশপাশের অধিবাসীরা ২০১১ সাল থেকে প্রতি শুক্রবার ইসরায়েলবিরোধী বিক্ষোভ করে আসছেন।

পশ্চিমতীরের ফিলিস্তিনি জনসংখ্যার কাঠামোয় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সেখানে অবৈধ ইহুদি বসতির যে ব্যাপক বিস্তার ঘটানো হচ্ছে তার প্রতিবাদে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে আসছে।

ফিলিস্তিনিদের জমি দখল করে বিভিন্ন অবৈধ বসতিতে সাড়ে ৬ লাখ ই্হুদি বসবাস করছে।

সূত্র: প্রেস টিভি