শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাহিনের অভাবে ভুগবে পাকিস্তান: ওয়াসিম জাফর

প্রকাশিত : ০৪:৩০ এএম, ২৮ আগস্ট ২০২২ রোববার

শাহিনের-অভাবে-ভুগবে-পাকিস্তান-ওয়াসিম-জাফর

শাহিনের-অভাবে-ভুগবে-পাকিস্তান-ওয়াসিম-জাফর

শুরু হয়েগেছে এশিয়া কাপের মাঠের লড়াই, এরই মধ্যে প্রতিটা দল তাদের হিসেব নিকেশ করতে ব্যাস্ত। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান শিবির। কারণ এরই মধ্যে চোটে পড়ে এই দুই দলের বেশ কিছু ক্রিকেটার ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। তাদের অন্যতম পাকিস্তানের ওয়ার্ল্ড ক্লাস বোলার শাহিন আফ্রিদি। 

শাহিন শাহ আফ্রিদির অভাব বেশ ভালো ভাবেই ভোগাবে পাকিস্তানকে। জাসপ্রিত বুমরাহ না থাকলেও তাই শক্তিমত্তায় এগিয়ে থাকবে ভারত। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ভারতীয় ব্যাটিং পরামর্শক ওয়াসিম জাফর। 

হাইভোল্টেজ লড়াইয়ে নিজ দেশের জয় দেখতে মুখিয়ে আছেন তিনি। তার মতে, ম্যাচের ভাগ্য গড়ে দিতে বড় ভূমিকা রাখবে টস।

পেশাগত কারণে বাংলাদেশে অবস্থান করলেও ওয়াসিম জাফরের পুরো মনোযোগ এশিয়া কাপকে ঘিরে। টাইগার যুবাদের ব্যাটিং পরামর্শক টিভি সেটের সামনে বসেই ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করবেন। এবারের ভারত-পাকিস্তান এশিয়া কাপ ম্যাচের আগেও নিজ দেশের পক্ষেই বাজি ওয়াসিম জাফরের।

ভারতের এই সাবেক ক্রিকেটার বলেন, 'পাকিস্তান অবশ্যই শাহিনের অভাবে ভুগবে কারণ ভারত বাঁহাতি পেসারদের বিপক্ষে তেমন সাবলীল নয়। তাই তার অনুপস্থিতি পাকিস্তানের বোলিং আক্রমণকে অনেকটা দুর্বল করে দিচ্ছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় ভারত কিছুটা এগিয়ে থাকবে।'