কেন চরকা ঘুরাচ্ছেন নরেন্দ মোদি?
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
কেন-চরকা-ঘুরাচ্ছেন-নরেন্দ-মোদি
ঐ উৎসবে প্রধানমন্ত্রী মোদি নিজ হাতে চরকা ঘুরানোর চেষ্টা করেন। এ সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্রা প্যাটেল উৎসবে যোগ দিয়েছেন।
উৎসবটি আহমেদাবাদের সাবারমাটি রিভারফোর্টে আয়োজন করা হয়েছে। এ উৎসবে গুজরাটের বিভিন্ন জেলা থেকে নারীরা খাদি নিয়ে যোগদান করেন।
১৯২০ সাল থেকে ব্যবহৃত বিভিন্ন প্রজন্মের ব্যবহার করা ২২ চরকা ‘চরকার বিপ্লব’ নামে উৎসবে প্রদর্শন করা হয়। সেখানে স্বাধীনতা সংগ্রামের ইরাওয়াদা চরকা’ থেকে শুরু করে সর্বশেষ প্রযুক্তি সম্পন্ন চরকা ছিল।
ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, খাদিতে জনপ্রিয় করতে প্রধানমন্ত্রী নরেন্দ মোদির ধারাবাহিক চেষ্টাই হচ্ছে আজকের খাদি উৎসব। তিনি খাদির পণ্য ও তরুণ প্রজন্মের মধ্যে খাদির গ্রহণযোগ্যতা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন।
নরেন্দ্র মোদির ঐকান্তিক চেষ্টায় ২০১৪ সাল থেকে চার গুণ খাদি বিক্রি বেড়েছে। আর গুজরাটে বেড়েছে প্রায় আটগুণ।