জাতিসংঘের সিদ্ধান্ত রুখে দিল রাশিয়া
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
জাতিসংঘের-সিদ্ধান্ত-রুখে-দিল-রাশিয়া
পারমাণবিক নিরস্ত্রীকরণের সম্মেলনে ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রগুলো, বিশেষ করে জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে সামরিক কর্মকাণ্ডে বিষয়টি উঠে আসে। এতে রাশিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণের সিদ্ধান্তে ভেটো দেয়।
সর্বশেষ গত ২০১৫ সালে পারমাণবিক নিরস্ত্রীকরণের চুক্তিটি পর্যবেক্ষণ করা হয়। তবে সেই সময় নতুন চুক্তিতে যেতে ব্যর্থ হয় জাতিসংঘ।
করোনার কারণে ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার পরিবর্তে ২০২২ সালে নিউইয়র্কে চার সপ্তাহের সম্মেলনে নিরস্ত্রীকরণের চুক্তি করতে ব্যর্থ হলো জাতিসংঘ।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, চুক্তিটি বাস্তবায়নের অভাবে গভীরভাবে হতাশ হয়েছিল। সব দেশের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবের অগ্রগতিকে বাধা দিচ্ছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বনি জেনকিন্স বলেন, ব্যর্থতার ফলাফলে যুক্তরাষ্ট্র ক্ষমাপ্রার্থী। রাশিয়ায় আজকে আমাদের এখানে এসে রেখেছে।
যখননি জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের অভিযোগ উঠলো তখনই রাশিয়া নিরস্ত্রীকরণের সিদ্ধান্তে বাধা দিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে রুশ বাহিনী।