শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

লিবিয়ায় দুই আধা সামরিক বাহিনীর সংঘাত শুরু

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার

লিবিয়ায়-দুই-আধা-সামরিক-বাহিনীর-সংঘাত-শুরু

লিবিয়ায়-দুই-আধা-সামরিক-বাহিনীর-সংঘাত-শুরু

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুটি আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়েছে। এরইমধ্যে জনবহুল স্থানে দুই পক্ষের গোলাগুলি চলছে। দুই বছর আগে যুদ্ধবিরতির পর ফের উত্তাল হয়ে উঠলো শান্ত থাকা ত্রিপোলি।

গত এক সপ্তাহ আগে একটি বিদ্রোহী শক্তি গড়াকে কেন্দ্র করেই শনিবার সকালে দিকে এ সংঘাত শুরু হয়। উত্তর আফ্রিকার দেশটিতে এখনো পূর্ব ও পশ্চিম পন্থী নামের দুটি প্রশাসনিক ধারা রয়েছে। 

গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ পেছানোর পর লিবিয়ার গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের বিষয়টি বিলম্বে পড়ে।

গত ফেব্রুয়ারিতে ফাতেহি বাশাঘা প্রধানমন্ত্রী শপথ নেয়ার পর দেশটিতে উত্তেজনা শুরু হতে থাকে। তখন ত্রিপোলির অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দ্বেইবাহকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান করা হয়।

ফাতেহি বাশাঘা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। গত বছর জাতিসংঘের চুক্তি অনুযায়ী, দ্বেইবাহ গত বছরের ডিসেম্বরের নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের চুক্তি করেছিলেন।

কিন্তু নির্বাচন না হওয়ায় ক্ষমতা আঁকড়ে ধরেন তিনি। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকতে চান তিনি। এতে পশ্চিম পন্থী ও পূর্ব পন্থী প্রশাসনের সৃষ্টি হয়। 

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, হাইতাম আল তাজুরি এবং আবদেল াগিন আল কিকলির নেতৃত্বে দুটি আধা সামরিক বাহিনী সংঘাতে জড়িয়েছে। এতে স্থানীয়দের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র- আল জাজিরা