তাইওয়ানের চারপাশে আবার চীনের সামরিক মহড়া
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
তাইওয়ানের-চারপাশে-আবার-চীনের-সামরিক-মহড়া
চীনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও আবার তাইওয়ান সফরে এলেন আরো এক মার্কিন সিনেটর। বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি বিমানে তাইপে পৌঁছান তিনি। এরপরই পাল্টা জবাবে তাইওয়ানের আশপাশে আকাশ ও সমুদ্রপথে আবারও সামরিক মহড়া শুরু করলো চীন। একের পর এক মার্কিন শীর্ষ কর্মকর্তার অঞ্চলটি সফরে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।
মার্কিন সিনেটরের তাইওয়ান সফরের কারণেই এ মহড়া বলে দাবি করছে তাইপে। তবে
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসেবে সমুদ্র ও আকাশ পথে যুদ্ধবিমান এবং জাহাজ মোতায়েন করা হয়েছে। নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চলের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পাশাপাশি শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতেই অনুশীলন চালিয়েছে তারা। এ মহড়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানায় বেইজিং।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে। এরপর তাইপে সফরে গেছেন একদল মার্কিন আইনপ্রণেতা, যা নিয়ে চরম ক্ষুব্ধ চীন।
তাইপে নিয়ে যুক্তরাষ্ট্রের নাক না গলানোর বিষয়ে একাধিকবার চীন কড়া হুঁশিয়ারি দিয়ে এলেও তা আমলে নেয়নি ওয়াশিংটন। এ অবস্থার মধ্যেই চলতি মাসে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের তিন দফায় মার্কিন উচ্চপর্যায়ের কর্মকর্তা দ্বীপটিতে সফর করেন। এর প্রতিবাদে তাইপের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া চালায় বেইজিং।