ফিল্মি কায়দায় গাড়ি ধাওয়া করে ডাকাতি, লুট তিন কোটি টাকা!
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
ফিল্মি-কায়দায়-গাড়ি-ধাওয়া-করে-ডাকাতি-লুট-তিন-কোটি-টাকা
বৃহস্পতিবার গভীর রাতে ভারতের পুনে-সোলাপুর হাইওয়ের এ দৃশ্য সিনেমার ‘অ্যাকশন’ দৃশ্যকে মনে করাবে।
সংবাদ সংস্থা সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ২টা নাগাদ মহারাষ্ট্রের পুনের ইন্দপুরে প্রথমে দুই ব্যক্তির গাড়ি দাঁড় করানোর চেষ্টা করে ডাকাতদল। লোহার রড হাতে চার অজ্ঞাতপরিচয় যুবক গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু গতি বাড়িয়ে পালায় গাড়িটি। এরপর েঐ গাড়িটি ধাওয়া করে ডাকাতদল।
দু’টি বাইক ও দুই গাড়ি নিয়ে ধাওয়া করে ডাকাতদলটি। প্রায় কয়েক কিলোমিটার রাস্তা ধরে এভাবেই এগোতে থাকে গাড়িগুলো। শেষে বাইকে থাকা দুই যুবক গাড়িটি লক্ষ্য করে গুলি চালান। তারপরই ধাওয়া করা গাড়িটি ধরে ফেলে ডাকাতদল। গাড়ি থেকে দুই ব্যক্তিকে বের করে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর তাদের থেকে নগদ ৩ কোটি ৬০ লাখ টাকা লুট করে চম্পট দেয় ডাকাতদল, এমনই অভিযোগ উঠেছে।
আরো পড়ুন>> ৭০০ আলোকবর্ষ দূরের বাতাসে কার্বন ডাইঅক্সাইড
যে দুই ব্যক্তির থেকে টাকা লুট করা হয়েছে, তাদের নাম ভবেশকুমার পটেল ও বিজয়ভাই। কী কারণে এ পরিমাণ নগদ টাকা তারা গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন, তা স্পষ্ট হয়নি। হাওয়ালা চক্রের সঙ্গে তাদের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: আনন্দবাজার