জ্বালানিতে ধুঁকছে ইউরোপ, গ্যাস পুড়াচ্ছে রাশিয়া
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
জ্বালানিতে-ধুঁকছে-ইউরোপ-গ্যাস-পুড়াচ্ছে-রাশিয়া
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞরা ধারণা করছেন, এ গ্যাস জার্মানিতে রফতানি করা হতো। তাদের মতে, গ্যাসের প্ল্যান্টটি ফিনল্যান্ডের সীমানার পাশে রাশিয়ার ভূখণ্ডে রয়েছে। সেই প্ল্যান্টটিতে প্রতিদিন ১০ মিলিয়ন ডলারের গ্যাস পুড়ানো হচ্ছে।
বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করে বলেন যে, গ্যাস পুড়ানোর ফলে অনেক কার্বন-ডাই-অক্সাইড নির্গত হচ্ছে। এতে জমাট বরফ গলে যাবে। রেসতাদ এনার্জি বিশ্লেষণে বলছে, প্রতিদিন প্রায় ৪.৩৪ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস পুড়ানো হচ্ছে।
রাশিয়ার সেইন্ট পেটার্নসবার্গের উত্তর ও পশ্চিম পরটোভায়া থেকে এলএনজি গ্যাস বের হচ্ছে বলে জানা গেছে। গ্রীষ্মের শুরুতেই নিজেদের সীমানার পাশে একটি বড় ধরনের আগুন দেখতে পান ফিনল্যান্ডের নাগরিককরা।
পোর্টভায়া এলাকাটি নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের কাছের কম্প্রেসার স্টেশন অবস্থিত, যেটি থেকে সমুদ্রপথে জার্মানিতে গ্যাস পাঠাতো রাশিয়া। গত মধ্য জুলাই থেকে এ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। নিজেদের যান্ত্রিক ত্রুটির অজুহাতে সেটি বন্ধ করেছে রাশিয়া।
জার্মান বলছে, ইউক্রেনের রাশিয়ার অভিযানের পর গ্যাস নিয়ে রাজনীতি শুরু করেছে মস্কো। তবে জুন থেকে উল্লেখ্যযোগ্য হারে গ্যাস পুড়ানোর বিষয়টি লক্ষ্য করেছে গবেষকরা।