মার্কিন নিষেধাজ্ঞা তুড়ি মেরে ভিনেজুয়েলার তেল আনছে চীন
প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
মার্কিন-নিষেধাজ্ঞা-তুড়ি-মেরে-ভিনেজুয়েলার-তেল-আনছে-চীন
তিনটি সূত্র ও ট্যাংকার ট্রেকারের তথ্যের বরাতে এ খবর প্রকাশ করেছে বৃটিশ বার্তা সংস্থা রয়টার্স।
২০১৯ সালে ওয়াশিংটন ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা জোরদারের পর দেশটি থেকে তেল আনা বন্ধ করে দেয় চীনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন (সিএনপসি)। তবে ভেনিজুয়েলা মালয়েশিয়ান ব্যবসায়ীদের ব্যবহার করে চীনে তেল পাঠানোর পথ খুঁজে বের করে।
২০২০ সালের নভেম্বর থেকে চীনের অ্যারোস্পেস সাইন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন তিন ট্যাংকার দিয়ে ভেনিজুয়েলার তেল বহন করছে। ট্যাংকারগুলো পেট্রোচায়নার কাছ থেকে আনা হয়েছে।
ভেনিজুয়েলায় তিনটি কাসিক ট্যাংক তেলে ভরপুর করা হয়েছে। তারা তৃতীয় পক্ষকে সেটি ট্রেস করার অনুমতি দিয়েছে।
প্রতিরক্ষার ফার্মটি ১৩টি কার্গোতে মোট ২৫ মিলিয়ন ব্যারেল তেল বহন করে চীনে যাচ্ছে। এর মধ্যে দুটি জাহাজ রয়েছে। তারা আগামী সেপ্টেম্বরে চীনে পৌঁছাবে।
একটি সূত্র রয়টার্সকে জানায়, ১.৫ বিলিয়ন মূল্যের ১৩টি জাহাকে চীনের নিয়ম অনুযায়ী অপরিশোধিত তেল বলা হচ্ছে। এই জাহাজগুলো সরকারের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। কাসিক মূলত চীনের কাছে ভেনিজুয়েলার ঋণ পরিশোধের জন্য তেল দিচ্ছে।
এ নিয়ে কাসিক, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।