এবার তাইওয়ানে এলেন মার্কিন সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন
প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
এবার-তাইওয়ানে-এলেন-মার্কিন-সিনেটর-মার্শা-ব্ল্যাকবার্ন
আকাশ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডারের বরাতে এ তথ্য জানায় তাইওয়ান নিউজ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কলসাইন এনআইএনএ৯১-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইউসি-৩৫-এ জেটে প্রতিনিধিদল নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাইপে পৌঁছান সিনেটর মার্শা।
ফিন্যান্সশিয়াল টাইমস গত রোববার জানায়, চলতি মাসে চতুর্থ মার্কিন বহর হিসেবে আসন্ন সপ্তাহে একটি কংগ্রেশনালের প্রতিনিধিদল তাইওয়ানে পৌঁছাবে। মার্শার নেতৃত্বে সেই প্রতিনিধিদল তাইপে পৌঁছালো।
টিভিবিএস জানায়, তাইপের সংশান বিমানবন্দরে ব্ল্যাকবার্নের নেতৃত্বে প্রতিনিধি দলের জেটি অবতরণ করে। সিএনএর তথ্যানুযায়ী, শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্ট ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ব্ল্যাকবার্ন।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্ল্যাকবার্ন ও তার প্রতিনিধিদলের সফরকে অতিথির ভ্রমণ হিসেবে বিবেচনা করছে তাইওয়ান।
আগস্ট মাসের মধ্যে মার্শা ব্ল্যাকবার্নের তাইওয়ান সফরটি মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি বড় বহরের একটি। প্রথম বহরে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি এসেছিলেন। এরপর থেকে তাইওয়ান সীমান্তের কাছাকাছি সামরিক মহড়া শুরু করে চীন। নিজেদের সার্বভৌমত্বে ঝুঁকির জন্য তারা এটি করেছে বলে দাবি করেছে। ২৫ বছর পর যুক্তরাষ্ট্রের কোনো হেভিয়েট ব্যক্তি হিসেবে ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন।
পেলোসির সফরের ১২ দিন পর ১৪ আগস্ট সিনেটর ইডি মার্কে পাঁচ সদস্য নিয়ে তাইওয়ান আসেন। ২১ আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের গভর্নর এরিক জে. হলকম্ভ একটি প্রতিনিধিদল নিয়ে তাইওয়ান সফর করেন।
এদিকে, মার্শা ব্ল্যাকবার্নের সফরকে কেন্দ্র নিজেদের ভুখণ্ডের ফুজিয়ানা উপকূলে সামরিক মহড়ার ঘোষণা করেছে চীন। ২৬ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ মহড়া চলবে। গত ৩০ জুলাই পেলোসির সফরের আগে যে জায়গায় মহড়া হয়েছিল সেই জায়গার পাশেই সামরিক মহড়াটি চালানো হবে।