যুক্তরাজ্যে ‘গরুর পূজা’ করছেন প্রধানমন্ত্রী প্রার্থী
প্রকাশিত : ০৯:৫০ এএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
যুক্তরাজ্যে-গরুর-পূজা-করছেন-প্রধানমন্ত্রী-প্রার্থী
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে, ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ভারতে এক আলাদা উচ্চতায় গরু পৌঁছে গিয়েছে। তাকে নিয়ে পূজা-অর্চনা আগেও হতো। কিন্তু রাজনীতির পাতে এভাবে গরুর প্রবেশ সম্ভবত ’১৪ সাল থেকে। এ প্রসঙ্গেই বঙ্গ বিজেপির অন্যতম মুখ তথা কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ উবাচ বলেছিলেন, ‘গরুর দুধে সোনা আছে’! এবার সেই গোমাতার পূজার চল সাগর পেরিয়ে পৌঁছে গেল যুক্তরাজ্যেও! তা দেখে রসিকজনেদের প্রশ্ন, ঋষি সুনাক কি ‘বিলেতের দিলীপ’ হওয়ার পথে এগোচ্ছেন?
পূজা করার ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি গরুকে পূজ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দৌড়ের অন্যতম ‘ফেভারিট’ ঋষি সুনাক। দেখা যাচ্ছে, একটি গরুর সামনে দাঁড়িয়ে প্রদীপ নিয়ে আরতি করছেন সুনাক দম্পতি। বাজছে ঘণ্টা, শোনা যাচ্ছে উলুধ্বনিও।
জানা গিয়েছে, লন্ডনে একটি গরুর আশ্রয়স্থলে গিয়েছিলেন সুনাক দম্পতি। সেখানেই ‘গোমাতার পূজা’ সারেন তারা। জন্মাষ্টমীর দিন লন্ডন শহরতলীর ভক্তিবেদান্ত ম্যানরে গিয়ে শ্রীকৃষ্ণের আশীর্বাদ চেয়েছিলেন ঋষি। প্রথমবার জনপ্রতিনিধি হওয়ার পর গীতা ছুঁয়ে শপথ নিয়েছিলেন ঋষি। তারপর থেকে বিভিন্ন সময় ভারতীয় ঐতিহ্য পালন করতে দেখা গিয়েছে ঋষি সুনাককে। তারই সম্প্রতি নিদর্শন হচ্ছে যুক্তরাজ্যের গো-শালায় গিয়ে সুনাক দম্পতির গোমাতার পূজা।