আরো শক্তিশালী হচ্ছে রুশ বাহিনী, আদেশে পুতিনের সই
প্রকাশিত : ১০:৫০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
আরো-শক্তিশালী-হচ্ছে-রুশ-বাহিনী-আদেশে-পুতিনের-সই
বিশাল অর্থনৈতিক সুবিধা সম্বলিত এ নিয়োগে সারাদেশ থেকে সৈন্য নেয়া হবে বলে আদেশে বলা হয়। বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনীতে ১০ লাখ সক্রিয় সৈন্য রয়েছে। আর ৯ লাখ বেসামরিক কর্মী রয়েছে।
পশ্চিমারা দাবি করছে, ইউক্রেনে রাশিয়ার অভিযানের ছয় মাসে ৭০ থেকে ৮০ হাজার সৈন্য নিহত ও আহত হয়েছে।
জানা গেছে, নিয়োগকারীরা কারাগার পরিদর্শন করেছেন এবং বন্দীদের স্বাধীনতা ও অর্থ প্রদানের মাধ্যমে প্রলুব্ধ করছেন।
দুই সপ্তাহ আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়ার বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবকের বাহিনীকে নতুন সেনাবাহিনীতে যোগদান করানো হবে।
বিবৃতিতে আরো বলা হয়, ইউক্রেনে যুদ্ধের জন্য স্বেচ্ছাসেবকরা কম আগ্রহী। সুতরাং সৈন্য সংগ্রহ করা রাশিয়ার জন্য অনেক কষ্টকর হবে।
রাশিয়া যখন ইউক্রেনের হামলা পরিচালনা করে তখন কিছু সৈন্যদের শপথ করিয়েছিল। কিন্তু ইউক্রেনের প্রতিরোধের মুখে পড়ে তারা। সম্প্রতি কয়েক সপ্তাহের সম্মুখ পথে এগোনো রাশিয়ার জন্য কঠিন হয়ে পড়েছে।