ক্ষেপণাস্ত্র হামলায় ২০০ ইউক্রেনীয় সেনা নিহত: রাশিয়া
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ক্ষেপণাস্ত্র-হামলায়-২০০-ইউক্রেনীয়-সেনা-নিহত-রাশিয়া
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে সিএনএন। তবে মন্ত্রণালয়ের দাবির প্রেক্ষিতে তথ্যটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।
সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র চ্যাপলিন রেলস্টেশনে আঘাত হানলে ২০০-এর বেশি ইউক্রেনের সেনা নিহত হন। তাদের ১০টি সামরিক সরঞ্জামের ইউনিট বিধ্বস্ত হয়েছে।
এদিকে, ইউক্রেনের কর্তৃপক্ষ জানায়, বুধবার ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিনে দেশটির চ্যাপলিন স্টেশনে রাশিয়ার হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন শিশু রয়েছেন। এ দিনই ইউক্রেনে রাশিয়ার অভিযানের ছয়মাস পূর্ণ হয়।
বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়, চ্যাপলিনের রেলস্টেশনে অগ্রগামী একটি সামরিক দলের ওপর ইস্কান্দার নামক ক্ষেপণাস্ত্রের আঘাত হানায় ইউক্রেনের সেনাবাহিনীর রিজার্ভ করা ২০০ সৈন্য নিহত হয়েছে। একইসঙ্গে দোনবাসের দিকে অগ্রসরমান ১০টি সামরিক সরঞ্জামের ইউনিট ধ্বংস করা হয়েছে।