স্বামীসহ মিয়ানমারের জান্তার হাতে আটক সাবেক বৃটিশ রাষ্ট্রদূত
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
স্বামীসহ-মিয়ানমারের-জান্তার-হাতে-আটক-সাবেক-বৃটিশ-রাষ্ট্রদূত
ভিকি বোম্যান এখন মিয়ানমার সেন্টার ফর রেসপসিবল বিজনেস (এমসিআরবি) নামের প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তার স্বামী হাইতিন লিন একজন বার্মিজ আর্টিস্ট এবং প্রাক্তন রাজনৈতিক বন্দী।
স্থানীয় সূত্রের বরাতে রয়টার্স ও এএফপি নিউজ এ খবর প্রকাশ করেছে।
তবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক জান্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
৫৬ বছরের বোম্যান মিয়ানমারে যুক্তরাজ্য নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কাজ করেন। তিনি দেশটিতে ৩০ বছর ধরে বসবাস করছেন।
বোম্যানের ৫৫ বছরের স্বামী মিয়ানমারের একজন জনপ্রিয় আর্টিস্ট এবং বিখ্যাত অধিকারকর্মী। তিনি আগের সামরিক জান্তা সরকারের বিরোধিতা করে ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ছয় বছর কারাবন্দি ছিলেন।
বোম্যানের নাম না উল্লেখ করে মিয়ানমারের যুক্তরাজ্যের দূতাবাসের এক মুখপাত্র বলেন, মিয়ানমারে একজন বৃটিশ নারীকে গ্রেফতার উদ্বেগজনক। আমরা স্থানীয় কর্তৃপক্ষের যোগাযোগ করছি এবং আইনি সহযোগিতা প্রদান করছি।
বোম্যানের গ্রেফতারের খবর এমন সময় এলো যখন বুধবার রোহিঙ্গাদের সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।