দ্বিতীয় দফায় কতদিনের জামিন পেলেন ইমরান খান?
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
দ্বিতীয়-দফায়-কতদিনের-জামিন-পেলেন-ইমরান-খান
ইমরান খানের আইনজীবীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আদালতে হাজির হন সাবেক এ পাক প্রধানমন্ত্রী। পরে আইনজীবীরা আগাম-জামিনের আবেদন করায় আদালত তা মঞ্জুর করেন।
এর আগে, রোববার রাতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার পর সোমবার সকালের দিকে পিটিআইয়ের আইনজীবীরা আগাম জামিনের আবেদন করেন। পরে মামলার শুনানিতে বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী আগাম জামিন পেয়েছিলেন ইমরান।
ইমরান খানের আইনজীবী ও রাজনৈতিক সহযোগী বাবর আওয়ান বলেন, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত পিটিআই চেয়ারম্যানের জামিন মঞ্জুর করা হয়েছে। পরবর্তীতে তারা আবার জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করবেন। গত সপ্তাহে ইসলামাবাদে জনসমাবেশে দেওয়া বক্তৃতায় ভুল কিছু বলেননি বলেও শুনানির পর দাবি করেছেন তিনি।
গত সপ্তাহে ইসলামাবাদের এফ-৯ পার্কে জনসমাবেশে দেওয়া ভাষণে ইমরান খান সতর্ক করে দিয়ে বলেছিলেন, তিনি ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজি), উপমহাপরিদর্শক (ডিআইজি) ও একজন নারী ম্যাজিস্ট্রেটকে দেখে নেবেন। পিটিআইয়ের নেতা শাহবাজ গিলকে গ্রেফতরের পর নির্যাতন করায় তাদের বিরুদ্ধে মামলা করবেন বলেও হুমকি দেন সাবেক এ প্রধানমন্ত্রী।