শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিফা উইন্ডো প্রীতি ম্যাচে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ফিফা-উইন্ডো-প্রীতি-ম্যাচে-বাংলাদেশ-স্কোয়াড-ঘোষণা

ফিফা-উইন্ডো-প্রীতি-ম্যাচে-বাংলাদেশ-স্কোয়াড-ঘোষণা

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। খেলাদুটি  হবে আগামী ২২ ও ২৯ সেপ্টেম্বর।  ২২ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে কম্বোডিয়ার বিপক্ষে এবং ২৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে জামালরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন জামাল ভূইয়ার নেতৃত্বে ২৭ সদস্যের দল ঘোষণা করে। কম্বোডিয়া এবং নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচই  হবে অ্যাওয়ে পদ্ধতিতে। 

প্রীতি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামীকাল ২৬ আগস্ট।

স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে ঢাকাতেই ক্যাম্প করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল

আনিসুর রহমান, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হসেন, সোহেল রানা, আতিকুর রহমান, মাশুক মিয়া, বিপ্লো আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, মতিন মিয়া, মাহফুজ হাসান, টুটুল হোসেন বাদশা, রাকিব হোসেন, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া (অধিনায়ক), ফয়সাল আহমেদ ফাহিম, সাজ্জাদ হোসেন, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, হেমন্ত ভিনসেন্ট, মোহাম্মদ নাঈম, রায়হান হাসান ইমন শাহরিয়া, সোহেল রানা, ঈসা ফয়সাল।