নতুন ব্যাটে স্বপ্ন দেখছেন কোহলি
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
নতুন-ব্যাটে-স্বপ্ন-দেখছেন-কোহলি
আসন্ন এশিয়া কাপ দিয়ে আবার মাঠে ফিরছেন বিরাট কোহলি। রান খরা কাটিয়ে এশিয়া কাপ দিয়ে রানে ফিরতে চান তিনি। ছুটি শেষে প্রস্তুতিটা নিয়েছেন সেরকম। কিন্তু এবার তার ফিরে আসার অন্যতম অস্ত্র হতে পারে নতুন ব্যাট।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানাচ্ছে, এশিয়া কাপে নতুন ব্যাট দেখা যাবে কোহলির হাতে। এবারের আসরে বিশেষ গোল্ড উইজার্ড কোয়ালিটির ব্যাট ব্যবহার করবেন ভারতের সাবেক অধিনায়ক।
ব্যাটের পৃষ্ঠপোষক অবশ্য একই থাকছে। ব্যাটটি তৈরি করা হয়েছে মূল্যবান ইংলিশ উইলো উড দিয়ে। একেকটি ব্যাটের দাম পড়ছে ২২ হাজার টাকা।
২০১৯ সাল থেকেই অফ ফর্মের বৃত্তে আটকা পড়েছেন কোহলি। জাতীয় দল হোক বা আইপিএল, কোথাও ব্যাট হাসছে না তার। আন্তর্জাতিক ক্রিকেটে তার ৭০তম সেঞ্চুরির পর পেরিয়ে গেছে হাজারের বেশি দিন, তবুও তিন অঙ্কের দেখা মেলেনি। সব মিলিয়ে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি।
কয়েকদিন পরেই শুরু এশিয়া কাপ। আর মাস দুয়েক পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুই বহুজাতিক আসরকে ফর্মে ফেরার মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন কোহলি।
এশিয়া কাপের আগের আসরগুলোতে বরাবরই উজ্জ্বল ছিলেন ভারতের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম বলেন, ‘ও সর্বকালের সেরা। ও সেরা ফিল্ডারও। ক্লাস সবসময় থাকবে, আর সেটা হল বিরাট কোহলি। আশা করছি ও পাকিস্তানের বিরুদ্ধে রান পাবে না, কিন্তু অন্য ম্যাচে রান করুক।’
২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কোহলির এশিয়া কাপ মিশন। হতে পারে এই ম্যাচেই তার ব্যাট হাসতে পারে।