শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতের কোচ শংকটের সমাধান, হাল ধরলেন লক্ষ্মণ

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ভারতের-কোচ-শংকটের-সমাধান-হাল-ধরলেন-লক্ষ্মণ

ভারতের-কোচ-শংকটের-সমাধান-হাল-ধরলেন-লক্ষ্মণ

শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ।  প্রধান কোচ রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হওয়ায় অনেকটা কোচ শংকটে পরে ভারত। অবশেষে তিনি সেরে না ওঠায় তার বিকল্প পেয়েছে বিসিসিআই। এশিয়া কাপে রাহুলের জায়গায় ভারতের ভারপ্রাপ্ত প্রধান কোচ করা হয়েছে ভিভিএস লক্ষ্মণকে।

বুধবার ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)র পক্ষ থেকে এক বার্তায় এমনটা জানানো হয়। 

করোনা আক্রান্ত প্রধান কোচ রাহুল দ্রাবিড় বর্তমানে আইসোলেশনে রয়েছেন। তার নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর বিসিসিআই মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করবেন। মেডিক্যাল টিম সবুজ সংকেত দিলে তিনি আরব আমিরাতে যেতে পারেন।

ভারতের সবশেষ জিম্বাবুয়ে সফরেও যাননি রাহুল দ্রাবিড়। পরিকল্পনা করেছিলেন আগে-ভাগে সংযুক্ত আরব আমিরাতে যাবেন। দলকে প্রস্তুত করবেন। কিন্তু করোনার জন্য সেটাও হলো না।

এদিকে জিম্বাবুয়ে সফরে দ্রাবিরের অবর্তমানে ভারতের কোচের দায়িত্ব পালন করেছিলেন লক্ষ্মণ। তার নেতৃত্বে দল সিরিজ জিতে নেয় ৩-০ ব্যবধানে। 

এ সফলতায় এবার এশিয়া কাপের দায়িত্বও দেয়া হলো লক্ষ্মণকে। এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। রোববার প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত।