শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনে আকস্মিক সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:৫০ এএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ইউক্রেনে-আকস্মিক-সফরে-ব্রিটিশ-প্রধানমন্ত্রী

ইউক্রেনে-আকস্মিক-সফরে-ব্রিটিশ-প্রধানমন্ত্রী

ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে আকস্মিক কিয়েভ সফর করেছেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন। এই সফরের মাধ্যমে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তৃতীয়বারের মতো কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে দেখা করলেন তিনি।

বুধবার (২৪ আগস্ট) করা এই সফরে ইউক্রেনকে আরো ৫ কোটি ডলারের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন বরিস।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ইউক্রেনের বর্তমান সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করেছেন বরিস। ব্রিটেনের নতুন সহায়তা দিয়ে ইউক্রেন দূরপাল্লার নজরদারি এবং রক্ষণাত্বকমূলক লক্ষ্য বৃদ্ধি করতে পারবে।

এই সহায়তার আওতায় ইউক্রেনকে সামরিক ড্রোন সরবরাহ করা হবে। প্যাকেজটিতে ছোট-বড় মিলিয়ে ১ হাজারেরও বেশি ড্রোন সরবরাহ করা হবে। শুধু তাই নয়, ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের হেলিকপ্টার ড্রোন ওড়ানোর জন্য প্রশিক্ষণও দেওয়া হবে।

আরো পড়ুন>> শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা বাইডেনের

ইউক্রেন যুদ্ধের শুরু থেকে বিশ্বনেতাদের মধ্যে বরিস জনসন শুরু থেকে ইউক্রেনকে পূর্ণ সমর্থন দিয়ে গেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে এই সফরই সম্ভবত বরিস জনসনের শেষ সফর। চলমান সফরে বরিসকে স্বাধীনতার সমর্থনের জন্য ইউক্রেনের পক্ষ থেকে ‘দ্য অর্ডার অব লিবার্টি' পুরস্কার দেওয়া হয়েছে।

বরিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের মানুষের কাছে অকৃত্রিম বন্ধু বরিস।

জেলেনস্কি বলেন, বরিস জনসনের সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। রাশিয়া হামলা চালানোর পর থেকে এ পর্যন্ত তিনি আমাদের পাশে আছেন, যুক্তরাজ্য আমাদের পাশে আছে। ব্রিটেন মহান একটি দেশ।

এদিকে বরিস জনসন বলেছেন, আমি এসেছি ইউক্রেনকে বার্তা দিতে যুক্তরাজ্য আপনাদের পাশে আছে এবং আগামীতেও পাশে থাকবে।

সূত্র: দ্য গার্ডিয়ান