টপলেস ছবিকাণ্ডে ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১০:৫০ এএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
টপলেস-ছবিকাণ্ডে-ক্ষমা-চাইলেন-ফিনল্যান্ডের-প্রধানমন্ত্রী
গত জুলাই মাসে প্রধানমন্ত্রীর বাসভবনের ভেতরে ছবি তুলেছিলেন দেশটির দুইজন সুপরিচিত ইনফ্লুয়েন্সার বা প্রভাবশালী ব্যক্তি টিভি তারকা সাবিনা সার্ক্কা এবং কবি নাটালিয়া ক্যালিও। এতে দেখা যায় তাদের নগ্ন বুক ঢেকে একে অপরকে চুম্বন করছেন। সেই ছবি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর এতেই ঝড় ওঠে নেটিজেনদের মধ্যে।
এর পরপরই সানা মারিন ঘোষণা দেন, 'ছবিটি সাবলীল নয়, আমি এই ছবির জন্য ক্ষমা চাচ্ছি'।
এদিকে সম্প্রতি বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে নাচগানের ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে মাদক পরীক্ষা করিয়েছিলেন তিনি।
সোমবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা আইডা ভালিন বলেন, মারিনের প্রস্রাবের নমুনা পরীক্ষা করা হয়েছিল। নমুনায় কোকেন, অ্যামফেটামিনেস, গাঁজা এবং ওপিওডসের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষা করা হয়। যদিও শেষ পর্যন্ত সে পরীক্ষার নেগেটিভ এসেছে।
আরো পড়ুন>> ট্রাক আটকে বস্তা নামিয়ে চাল খেল হাতি!
এর আগে ব্যক্তিগত এক পার্টিতে নিজের নাচার ভিডিও ফাঁস হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত অনুভব করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। এই ভিডিও শুধুমাত্র বন্ধুদের দেখার কথা ছিল বলে জানান তিনি।
দুই মিনিটের ঐ ভিডিওতে ৩৬ বছর বয়সি সানা মারিনকে স্থানীয় কয়েকজন ইনফ্লুয়েন্সার ও শিল্পীদের সঙ্গে গাইতে ও নাচতে দেখা গেছে।
ভিডিওটি একটি ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছিল। কয়েক সপ্তাহ আগে করা দুটি পার্টির ভিডিও ক্লিপ একসঙ্গে জোড়া দিয়ে ভিডিওটি ছাড়া হয়েছে বলে জানান মারিন।
আরো পড়ুন>> অচেনা যুবকের কাঁধে মাথা রেখে তরুণীর ঘুম, অতঃপর...
মারিন বলেন, তিনি জানতেন যে ভিডিও করা হচ্ছে। তবে কখনো ভাবেননি যে এগুলো প্রকাশ্যে আসবে।
‘‘ভিডিওগুলো প্রাইভেট। এগুলো প্রকাশ্যে আসার সমালোচনা করছি আমি,'' সাংবাদিকদের বলেন মারিন।
উল্লেখ্য, ২০১৯ সালে মাত্র ৩৪ বছর বয়সে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সানা মারিন। ওই সময় বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
সূত্র: ডেইলি মেইল