আমি সর্বকালের সেরা অফস্পিনার: গেইল
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার
আমি-সর্বকালের-সেরা-অফস্পিনার-গেইল
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ২৬০টি উইকেট শিকার করেছেন গেইল। পাশাপাশি ঘরোয়া টি-২০ ক্রিকেটেও ৮৩টি উইকেট নিয়েছেন তিনি। খুব বেশি উইকেট না নিয়েও গেইল জানিয়েছেন, তিনি নিজেই সর্বকালের সেরা অফ স্পিনার। যদিও ‘ইউনিভার্স বস’ খ্যাত এই তারকা ব্যাটার এক প্রকার মজার ছলেই এমনটা বলেছেন!
শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন কিংবা গেইলের ক্যারিবিয়ান সতীর্থ সুনীল নারিনকেও অনেক পেছনে রাখছেন গেইল। যদিও বেশ হাসি ঠাট্টার ছলেই এমনটি জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘আমার বোলিং খুবই সহজাত। অবশ্যই আমাকে বোলিং করতে হবে। আমি সর্বকালের সেরা অফ স্পিনার। মুরালিও আমার সঙ্গে লড়াইয়ে নেই। আমার ইকোনমি রেট সেরা, সুনীল নারিনও এর ধারে কাছেও আসতে পারবে না।’
গত টি-২০ বিশ্বকাপের পর থেকে আর মাঠের ক্রিকেটে সেভাবে দেখা যাচ্ছে না গেইলকে। যদিও ক্রিকেটের নতুন সংস্করণ ‘সিক্সটিতে’ খেলবেন তিনি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শুরু হতে যাওয়া ৬০ বলের এই আসরে খেলবেন ইউনিভার্স বস। এই আসরে খেলার জন্য এই দানবীয় ব্যাটার বেশ মুখিয়ে আছেন।
এ নিয়ে গেইল বলেন, ‘আমি মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি, এটা মিস করি অনেক। আমি যেন আবারও বাচ্চা হয়ে গেছি, প্রথম ম্যাচ খেলতে বা অভিষেকের জন্য মুখিয়ে আছি। আমাকে আবারও প্রস্তুত হতে হবে। এখনও অবশ্য আমি প্রস্তুত আছি, তবে সেখানে গিয়ে খেলার মতো মানসিকতা অর্জন করতে হবে আমার।’
গত টি-২০ বিশ্বকাপে নিজের আসল রূপ মাঠের ক্রিকেটে দেখাতে ব্যর্থ হয়েছিলেন ক্রিস গেইল। এরপর থেকে তাকে আর তেমন কোন ক্রিকেট টুর্নামেন্টে খেলতে দেখা যায়নি। যদিও অনেকে ধারণা করছিল হয়তো ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে রাখবেন। কিন্তু এনিয়ে সিদ্ধান্তে আসতে পারেন নি গেইল।