ভিসা পেলেন তাসকিন-বিজয়, আজই যাচ্ছেন দুবাই
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার
ভিসা-পেলেন-তাসকিন-বিজয়-আজই-যাচ্ছেন-দুবাই
টি-২০ সংস্করণের এ টুর্নামেন্ট খেলতে মঙ্গলবার বিকেলে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে ভিসা আসতে দেরি হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি দুজন ক্রিকেটার, তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়। আজ দুজনেরই ভিসা হয়ে গেছে। সব ঠিক থাকায় আজ রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তারা।
প্রাথমিকভাবে ১৭ জনের দল ঘোষণা করা হলেও টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন দুজন। আঙুলের অস্ত্রোপচার করিয়ে আসা উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসানের সেরে উঠতে সময় লাগবে আরও।
এছাড়া লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়া পেসার হাসান মাহমুদের সেরে উঠতে লাগবে অন্তত তিন সপ্তাহ। এ দুজনের বদলে বিসিবি দলে ডেকেছে একজনকেই, ওপেনার মোহাম্মদ নাঈম। ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পথে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে তার।
২০১৬ সালে সর্বশেষ যেবার টি-২০ সংস্করণে হয়েছিল এশিয়া কাপ, মিরপুরে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার গ্রুপ ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। দুটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার ফোরে।
২৫ আগস্ট দুবাইয়ে এশিয়া কাপের আনুষ্ঠানিক অনুশীলন শুরু করার কথা বাংলাদেশের। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে সাকিবের দলের প্রথম ম্যাচ। এ টুর্নামেন্টে আনুষ্ঠানিকভাবে প্রধান কোচ হিসেবে কাউকে নিয়ে যাচ্ছে না বাংলাদেশ। রাসেল ডমিঙ্গোকে টি-২০র দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামকে।