দারুণ বোলিংয়ে র্যাংকিংয়ে আরো এগোলেন রাবাদা
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার
দারুণ-বোলিংয়ে-র্যাংকিংয়ে-আরো-এগোলেন-রাবাদা
আইকনিক নর্থ লন্ডন গ্রাউন্ডে প্রোটিয়াদের দুর্দান্ত জয়ে চমৎকার বোলিং করেছিলেন রাবাদা। প্রথম ইনিংসে তিনি নেন ৫ উইকেট, যার মাধ্যমে প্রথমবার লর্ডসের অনার্স বোর্ডে নাম তিনি। বিধ্বংসী বোলিংয়ে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেন এই পেসার।
এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান সুসংহত করেছে দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচ জয়ের নায়ক রাবাদা টেস্ট বোলার র্যাংকিংয়ে উন্নতি করেছেন। বুধবার প্রকাশিত র্যাংকিংয়ে ২৭ বছর বয়সী ডানহাতি পেসার দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন।
রাবাদার সতীর্থ আনরিখ নর্কিয়ে ম্যাচে ৬ উইকেট নেন। বোলারদের তালিকায় ১৪ ধাপ এগিয়ে তার অবস্থান ২৫তম। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স (৮৯১ রেটিং পয়েন্ট) ও ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন (৮৪২) বোলারদের তালিকায় সবার উপরে।
১২তম পাঁচ উইকেট নেয়া রাবাদার মোট রেটিং পয়েন্ট ৮৩৬, তার পেছনে পড়েছেন শাহীন শাহ আফ্রিদি ও জাসপ্রিত বুমরাহ।
টেস্ট ব্যাটসম্যান র্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার এক ধাপ এগিয়ে ১৩তম। তার স্বদেশী মার্কো জেনসেন ১৭ ধাপ এগিয়ে অলরাউন্ডার র্যাংকিংয়ে ১৭ নম্বরে।