রিশাদকে হুট করেই দুবাই পাঠাচ্ছে বিসিবি
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার
রিশাদকে-হুট-করেই-দুবাই-পাঠাচ্ছে-বিসিবি
মূলত নেটে বল করার জন্য রিশাদকে উড়িয়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
মিনহাজুল আবেদীন এ বিষয়ে বলেছেন, টিম ম্যানেজমেন্টের চাওয়ায় রিশাদকে নিয়ে যাওয়া হচ্ছে। ম্যাচ সিনারিও অনুশীলনে রিশাদ ছিল। সে ব্যাটসম্যানদের বোলিং করেছে। ভালো প্রস্তুতি হয়েছে। এজন্য দুবাইতেও তাকে পাঠানো হচ্ছে।
লেগ স্পিনারকে দুবাই পাঠানোর কারণটা পরিষ্কার। কারণ এশিয়া কাপে সব দলেই লেগ স্পিনার রয়েছে। বিশেষ করে প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে খেলার জন্য ব্যাটসম্যানদের বিশেষ প্রস্তুতি নিতেই হবে।
সুপার ফোরে উঠতে পারলে ভারত-পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেখানেও রয়েছে যুবেন্দ্র চাহাল ও উসমান কাদিরের মতো নিয়মিত পারফর্মার। তাদের খেলার প্রস্তুতি নিতে সহায়তা করতে রিশাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে দুবাই উড়াল দেবেন।
এদিকে তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়ের ভিসা জটিলতা এখনও কাটেনি। বিকেলের মধ্যে ভিসা পেলে সন্ধ্যায় তারাও উড়াল দেবেন।