কোহলিকে সর্বকালের অন্যতম সেরা বললেন ওয়াসিম
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার
কোহলিকে-সর্বকালের-অন্যতম-সেরা-বললেন-ওয়াসিম
তিনি বলেন, এটা স্বাভাবিক। যখন আমরা খেলতাম, মানুষরা ইনজামাম-উল-হককে রাহুল দ্রাবিড় বা শচীন টেন্ডুলকারের সাথে তুলনা করতো। এর আগে ছিল জাভেদ মিয়াঁদাদ ও সুনীল গাভাস্কারের, গুন্ডপ্পা বিশ্বনাথ এবং জহির আব্বাস, তাই এই তুলনা স্বাভাবিক।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে বাবর খুব ধারাবাহিক। কারণ সঠিক কৌশলের মধ্যে রয়েছে তিনি। সে তার ব্যাটিং উপভোগ করে। সে এখন খুব ক্ষুধার্ত, শারীরিকভাবে ফিট, এখনও তরুণ এবং এই ফরম্যাটের অধিনায়ক। সে খুব দ্রুত শিখছে। কোহলি যেখানে আছে, বাবর সেই পথেই এগোচ্ছে। কিন্তু এখনই বাবরের সাথে তুলনা করা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে বাবর আধুনিক গ্রেটদের একজন হতে সঠিক পথেই আছে।
কোহলির ফর্ম নিয়েও কথা বলেন ওয়াসিম, ‘প্রথমেই বলি, কোহলিকে নিয়ে ভারতীয় সমর্থকদের সমালোচনা করার কোনও মানেই হয় না। সে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। কোহলির বয়স এখন ৩৩। তার মতো ফিট ক’জন আছে। সেই চিরাচরিত কথাটা মনে পড়ে যাচ্ছে। ফর্ম সাময়িক, কিন্তু জাতটা চিরকালীন। আমি নিশ্চিত সে ফিরে আসবে। তবে আমি শুধু চাইবো, পাকিস্তানের বিপক্ষে যাতে রান না করে কোহলি (হাসতে হাসতে)।
ভারতয়ি দলে রোহিত-কোহলি থাকলেও, আকরামের চোখে ভয়ংকর ব্যাটার হলেন সূর্যকুমার যাদব।
তিনি বলেন, অবশ্যই, রোহিত-রাহুল এবং কোহলি আছেন, কিন্তু আধুনিক যুগে এই ফরম্যাটে আমার প্রিয় খেলোয়াড়দের একজন- সূর্যকুমার যাদব। অসাধারণ ব্যাটিং প্রতিভা। আমি তাকে প্রথম বছর দেখেছিলাম, যখন সে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলো এবং ৭ এবং ৮ নম্বরে ব্যাটিং করে কয়েকটি ম্যাচ খেলেছিলো। যে কয়টি শট খেলেছে তার মধ্যে ব্যাটের মাঝখান থেকে ফাইন লেগ দিয়ে মারা শটটি দুর্দান্ত এবং এটি কঠিন একটি শট।