শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চায়নিজ ক্রিকেট উন্নয়নে ভারতের সহযোগিতা চায় চীন 

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার

চায়নিজ-ক্রিকেট-উন্নয়নে-ভারতের-সহযোগিতা-চায়-চীন 

চায়নিজ-ক্রিকেট-উন্নয়নে-ভারতের-সহযোগিতা-চায়-চীন 

টি-২০ ক্রিকেটের এই রমরমা যুগে বসে থাকতে চায় না  চাইনিজরা। এবার তারাও ক্রিকেট বিশ্বে নিজেদেরে প্রমান করতে চায়। আর তাই ক্রিকেটের উন্নতির জন্য ভারতের দ্বারস্থ হয়েছে চীনারা। যদিও গেল দশকে এসিসির ইভেন্টগুলোতে অংশগ্রহণ ছিল তাদের। কিন্তু সেটা ছাপিয়ে নতুন করে শুরু করতে চায় চাইনিজ ক্রিকেট। ফুটবল-হকির পর এবার তারা ক্রিকেটেও ঢুকতে চাইছে। 

গত সোমবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল(সিএবি) অফিসে গিয়েছিলেন চীনের কনসাল জেনারেল ঝা লুই। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে কথা হয় তার। সেখানেই চীনের চংকিং ক্রিকেট সংস্থা তাদের সহযোগিতা করার জন্য সিএবির সাহায্য চায়। 

এ বিষয়ে ঝা লুই জানান, তারা ক্রিকেট নিয়ে সমঝোতাপত্র সই করতে চায় সিএবির সঙ্গে। কলকাতায় এসে চীনের ক্রিকেটাররা খেলা শিখতে চান, সঙ্গে চান আরও বেশি বেশি অনুশীলনের সুযোগও।

অভিষেক ডালমিয়া এই বিষয়ে জানিয়েছেন, ‘চংকিং সিটিতে ক্রিকেটের উন্নতি চায় চীন। সেজন্যে তারা আমাদের সাহায্য চাইছে। সব রকমের সহযোগিতার আশ্বাস আমরা দিয়েছি। কারণ আমরা চাই, ক্রিকেট বিশ্বে প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ুক। আমরা আনন্দিত, কারণ চীনের মতো একটি দেশ ক্রিকেট খেলতে চাইছে।’

চংকিং ক্রিকেট সংস্থা ও সিএবি চুক্তিতে স্বাক্ষর করলে চীনের ক্রিকেটারদের ভারতে এসে ক্রিকেট প্রশিক্ষণের সুযোগটা তৈরি হবে। 

এছাড়া কলকাতায় এসে শুধু প্রশিক্ষণই নয়, প্রদর্শনী ম্যাচ খেলতে পারবে তারা, বাংলার কোচেরা চীনে যেতে পারবেন, বাংলার ক্রিকেটাররাও চীনে যেতে পারবেন। তবে তার আগে চাই সরকারের সবুজ সংকেত। 

সিএবি সূত্র জানিয়েছে, চংকিংয়ের সঙ্গে তাদের সহযোগিতা নিয়ে এগোবার আগে কেন্দ্রীয় ক্রীড়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে নেয়া জরুরি।