শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাঠে ফিরল ইউক্রেন ফুটবল লিগ

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার

মাঠে-ফিরল-ইউক্রেন-ফুটবল-লিগ

মাঠে-ফিরল-ইউক্রেন-ফুটবল-লিগ

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর এই প্রথম দীর্ঘ অপেক্ষা শেষে ইউক্রেনের মাটিতে ফুটবল মাঠে গড়ালো। শুরু হলো দেশটির টপ ডিভিশন ফুটবল লিগ ইউক্রেনিয়ান প্রিমিয়ার ফুটবল লিগ। 

মঙ্গলবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই ২৩ আগস্ট শুরু হয় ইউক্রেনের প্রিমিয়ার লিগ ফুটবল (ইউপিএল)।

১৬টি দল নিয়ে ১৩টি ভেন্যুতে চলবে এবারের লিগ। এই ভেন্যুগুলোর প্রতিটিই দেশের পশ্চিমাঞ্চলে, যেখানে যুদ্ধ হচ্ছে না।

ইউক্রেন ফুটবল সংস্থার প্রধান অ্যান্ড্রি পাভেলকো বলেছেন, ‘সম্পূর্ণ অন্য রকম পরিস্থিতিতে লিগ শুরু করছি। যুদ্ধের মধ্যেই খেলা হচ্ছে। বোমা, মিসাইলের আতঙ্ক নিয়েই খেলা হচ্ছে। 

তিনি আরো বলেন, অনেক ক্লাবের স্টেডিয়াম ভেঙে পড়েছে। তাদের সাহায্য করতে অন্য ক্লাব এগিয়ে এসেছে। ফুটবল আমাদের কাছে আবেগ, লড়াই। কোনো যুদ্ধ একে আটকে রাখতে পারবে না।’

দেশটিতে রাশিয়া আগ্রাসনের পর চলতি বছরের শুরুতে দেশটির শীর্ষ ফুটবল লিগ বাতিলই করে দেওয়া হয়। তবে আর দশটা লিগের খেলা যেমন হয়, ইউক্রেনের ফুটবল লিগ মোটেও সেভাবে চলছে না। বোমাতঙ্ক আছে এখনো, তাই দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে লিগের সব ম্যাচ। ফুটবলাররাও আছেন আতঙ্কে। বোমা তো আর খেলোয়াড়-দর্শক বোঝে না!

বোমা থেকে বাঁচতে প্রতিটি স্টেডিয়ামে রাখা হয়েছে বাঁচার জায়গা। খেলার মাঝে সাইরেন বাজলেই সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছেন ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। ভয় কেটে গেলে আবার শুরু হচ্ছে অনুশীলন-খেলা।

এখানেই শেষ নয়, প্রতিটি ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ভেতর সেনাবাহিনী থাকবে। যদি কখনো এক ঘণ্টার বেশি সময় ধরে সাইরেন বাজে তা হলে সেনাবাহিনী ঘিরে ফেলছে স্টেডিয়াম। পুরো পরিস্থিতি খতিয়ে দেখার পরে তারা জানাচ্ছে খেলা আবার শুরু করা যাবে কি না।