উয়েফা থেকে বাস উপহার পেল বাফুফে
প্রকাশিত : ০১:৩০ এএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার
উয়েফা-থেকে-বাস-উপহার-পেল-বাফুফে
জাতীয় দলের ফুটবলারদের হোটেল থেকে অনুশীলন মাঠে যেতে এখন আর ভাড়া করা বাসের জন্য অর্থ গুনতে হবে না বংলাদেশ ফুটবল ফেডারেশনকে। উয়েফা থেকে বুধবারই বাফুফে পেয়ে যাচ্ছে একটি উন্নতমানের বাস।
বাসটি বাফুফেকে উপহার দিচ্ছে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)।
বাফুফে উয়েফার সদস্য নয়- এএফসির সদস্য। তাহলে প্রশ্ন উঠতে পারে উয়েফার সহযোগিতা কি করে পায় বাফুফে? বাংলাদেশ এই বাসটি পাচ্ছে উয়েফার অবকাঠামো সহায়তা কর্মসূচির অংশ হিসেবে। যা বাফুফে পাচ্ছে এএফসির মাধ্যমেই।
এ কর্মসূচির অংশ হিসেবে বাফুফে এর আগে ঘরোয়া খেলা সম্প্রচারের জন্য কিছু সরঞ্জামাদি উপহার পেয়েছিল। এবার পাচ্ছে বাস। বুধবার বিকেলে উয়েফার উপহারের এই বাসটি বাফুফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।